জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ১৫ বছর ধরে তাঁর কাছে অধরা আইপিএল-এর (IPL 2023) ট্রফি। তবে তাতে কি! বাইশ গজের যুদ্ধে ব্যাট হাতে একাধিক মনে রাখার মতো ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরমধ্যে সবার উপরে থাকবে ২০১৬ সালে তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের (Kings XI Punjab) বিরুদ্ধে শতরানের ইনিংস। কারণ সেই ম্যাচ খেলতে নামার আগে ডান হাতে চোট পেয়েছিলেন আরসিবি-র (RCB) মহাতারকা। তবুও সব বাধা পেরিয়ে দাপুটে ব্যাটিং করে তিন অংকের রান করেন 'কিং কোহলি' (King Kohli)। অনেকেই সেই ইনিংসকেই সেরা ইনিংস বলে মনে করেন বাঙ্গার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরসিবি-র হয়ে এখনও পর্যন্ত ২২৩টি ম্যাচে ৬৬২৪ রান করেছেন বিরাট। করেছেন পাঁচটি শতরান। সঞ্জয় বাঙ্গার বলেন, "আমার একটা ম্যাচের কথা মনে আছে। ম্যাচটা কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ছিল। সেই ম্যাচে হাতে সেলাই ছিল বিরাটের। সেই হাত নিয়েই ১৫ ওভারের মধ্যে ১০০ করে বিরাট। এক কথায় অসাধারণ ইনিংস খেলেছিল।" ২০১৬ সালে বিরাট ১৬টি ইনিংসে ৯৭৩ রান করেছিলেন। ১৫ বছরের আইপিএল-এ সেটাই ছিল বিরাটের সেরা সময়। টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১.০৮ গড়ে রান করেন তিনি। 



আরও পড়ুন: IPL 2023: গেইল থেকে ধোনি, ডিভিলিয়ার্স থেকে ওয়ার্নার, ছবিতে দেখে নিন ক্রোড়পতি লিগে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ১০ ব্যাটারের তালিকা


আরও পড়ুন: MS Dhoni and Ravindra Jadeja, IPL 2023: ধোনি-জাদেজাকে দেখতেই গর্জে উঠল চিপকের ভরা গ্যালারি, ভিডিয়ো হল ভাইরাল


বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে টসে জিতে আরসিবি-কে ব্যাট করতে পাঠায় পঞ্জাব। ওপেনিং জুটিতে বিরাটের সঙ্গে ক্রিজে নামেন ক্রিস গেইল। দুজন প্রথম উইকেটে ১৪৭ রান তুলে দেয়। এরপর গেইল ৭৩ রানে আউট হলেও, 'কিং কোহলি' ৫০ বলে ১১৩ রানে করেন। তাঁর সেই মারকুটে ইনিংস ১২টি চার ও ৮টি ছক্কা দিয়ে সাজানো ছিল। ফলে ৩ উইকেটে ২১১ রান তুলে দেয় আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২০ রানে আটকে যায় পঞ্জাব। ফলে ডাক-ওয়ার্থ নিয়মে ৮২ রানে ম্যাচ জিতে যায় বিরাটের দল। 


আগামী ২ এপ্রিল এবারের আইপিএল অভিযান শুরু করবে আরসিবি। বিরাটদের সামনে পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচ খেলার পর ইডেন গার্ডেন্সে পা রাখবে ফ্যাফ ডু প্লেসিসরা। ৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে আসবে আরসিবি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)