জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে ঝামেলা লেগে গেল! আপনারা ভাবছেন টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকাকে নিয়ে প্রচারমাধ্যম নতুন কোনও জল্পনা করছে! তবে এটাই সত্যি। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মধ্যে ম্যাচ চলার সময় দু'জনের মধ্যে দুরত্ব ফের প্রকাশ্যে এসেছে। এবং এবার ঝামেলা শুরু হয়েছে 'কিং কোহলি'-র (King Kohli) তরফ থেকেই। সেই ম্যাচের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে বিরাট তাঁর সতীর্থ মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উদ্দেশে বলছেন, 'ওর হেলমেটে মার'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই ম্যাচে রোহিতের ব্যাটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সিরাজের বলে সিঙ্গেল নেন ভারতীয় দলের অধিনায়ক। রান নেওয়ার সময়ে তিনি যখন দৌড়চ্ছেন, সেই সময়েই স্টাম্প মাইকে ধরা পড়ে একটি কথা। মাঠে থাকা বিরাটের গলায় শোনা যায়, 'ওর হেলমেট তাক করে বল কর।' 


আরও পড়ুন: Rishabh Pant: ফিট হয়েই বিশ্বকাপে নামবেন ঋষভ, চলে এল বড় আপডেট


আরও পড়ুন: Covid-19 in IPL 2023: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড! ধোনি, বিরাটসহ ১০টি ফ্র্যাঞ্চাইজিকে সতর্ক করল বিসিসিআই


এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের আলোচনায় উঠে আসে বিরাটের নাম। অনেকের মতে, বিরাটই বলেছিলেন রোহিতের হেলমেটে বল দিয়ে আঘাত করতে। তবে অনেকের মতে, সেই সময় উইকেটের অপর প্রান্তে চলে গিয়েছিলেন রোহিত। স্ট্রাইকে আসেন ঈশান কিশান। রোহিতের জন্য় কিছুই বলা হয়নি। একাংশের মতে, আসলে বিরাটই বলেছিলেন রোহিতের মাথায় বল লাগানোর জন্য।  


আইপিএল-এর শুরুতেই দুই মহাতারকার দ্বৈরথ দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। রোহিত ও বিরাটের লড়াই দিয়ে চিন্নাস্বামীর ময়দানে অভিযান শুরু হয়। তবে সেই ম্যাচে নজর কেড়ে নেন বিরাটই। ৮২ রানের ইনিংস খেলে, ইতিহাস গড়ে ম্যাচের নায়ক তিনিই। অন্যদিকে ১০ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুম্বইয়ের অধিনায়ক। 


টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি। ব্যাঙ্গালোর বোলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে মুম্বই ব্যাটিং। মাত্র ৪৮ রান তুলতে গিয়েই ৪ উইকেট খোয়ান রোহিতরা। শেষ পর্যন্ত ১৭১ রানে আটকে যায় মুম্বই ইনিংস। চূড়ান্ত ব্যর্থ হন অধিনায়ক রোহিত। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)