জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠ উপ্পলে (Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad) কেকেআর (SRH VS KKR) খেলতে নামছে। এই ম্যাচ ধরে মোট পাঁচ ম্যাচ কেকেআরকে জিততেই হবে। তবেই প্লে-অফের রাস্তা খোলা। এদিন হেরে গেলেই কেকেআরের কার্যত বিদায়। ঠিক এররকম সময়ে কেকেআর শিবির থেকে দারুণ খবর। গত এপ্রিলে কেকেআর ফেসবুকে এমন খেলা খেলেছে যা চমকে দিয়েছে স্পোর্টস দুনিয়াকে। বিশ্বের তাবড় স্পোর্টস দলগুলির এফবি ইন্টাব়্যাকশনস বলছে যে, কেকআর এখন তিনে। নাইটরা পিছনে ফেলে দিয়েছে এফসি বার্সেলোনা (FC Barcelona) ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (Manchester United)। ডেপোর্টেস অ্যান্ড ফিনানজাস (Deportes & Finanzas) কেকেআরকে এই পরিসংখ্যান দিয়েছে। কেকেআরের আগে শুধু রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনKKR: বায়োডেটায় জোড়া বিশ্বকাপ, বোলারদের ত্রাস এই বিধ্বংসী ব্যাটার! লিটনের বিকল্প কে?



এফবি ইন্টাব়্যাকশনসে প্রথম পাঁচে যারা
রিয়াল মাদ্রিদ (২৫. ৯ মিলিয়ন)
ম্যাঞ্চেস্টার সিটি (২২.০ মিলিয়ন) 
কেকেআর (১৯.৪ মিলিয়ন)
এফসি বার্সেলোনা (১৭.২ মিলিয়ন)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (১৫.৯ মিলিয়ন)


অন্যদিকে আইপিএলের মাঝপথে কেকেআরে যোগ দিয়ে বেরিয়েও গিয়েছেন লিটন দাস। নাইটরা লিটনের পরিবর্ত হিসেবে বেছে নিল ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে। মেরুন জার্সিধারীরা ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে। জোড়া বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান টিমে ছিলেন জনসন। লিটনকেও কেকেআর ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। জনসনের জন্যও ওই একই পরিমাণ টাকা খরচ করেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। জনসনও ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং করেন। দেশের জার্সিতে ৪১টি টি-২০ ম্যাচে ৯৭১ রান করেছেন জনসন। ২২৪টি টি ২০ ম্যাচ খেলেছেন জনসন। ৫৬০০ রান করেছেন। ১৭৯টি ম্যাচে করেছেন ওপেন। তাঁর গড় ২৫.৪৭ ও স্ট্রাইক রেট ১২৫.৭২।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)