জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের এমএস ধোনির (MS Dhoni) সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে ছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। গতবারের অতীতকে ভুলিয়ে দিয়ে ধোনি দলকে ফের নিয়ে গেলেন প্লে-অফে। গত রবিবার দিল্লিতে চেন্নাইস সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল। চেন্নাই প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২২৩ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। ৭৭ রানে ম্যাচ জিতে নেয় সিএসকে। গুজরাত টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে চলে যায় ধোনিরইয়েলো আর্মি। ১৬ বছরে ১২ বার আইপিএল প্লে-অফে সিএসকে-কে নিয়ে গেলেন ধোনি। ম্যাচের পর ধোনির ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন চেন্নাইয়ের দুই সুপারস্টার ওপেনিং জুটি রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে।


কনওয়ে ম্যাচের পর রুতুরাজকে বলেন, 'দেখ ধোনি প্রচুর ক্রিকেট খেলেছে। প্রচুর সম্মানও পেয়েছে। ওর মতো একজন মানুষের সমর্থন পাওয়া ও আস্থা অর্জন করা, বিরাট ব্যাপার আমার কাছে। প্লেয়ার হিসেবে এটা অনেক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। আমি আশা করি যে ধোনির এটিই শেষ মরসুম নয়। ' যা শুনে রুতুরাজ বলেন, 'আরও পাঁচ বছর ধোনি খেলবে।' রুতুরাজের সুরে গলা মিলিয়ে কনওয়ে বলেন, 'হ্যাঁ হ্যাঁ আরও পাঁচ বছর ক্রিরেট আছে ওর মধ্যে। ওর হাঁটুও একদম ঠিক আছে। ওকে দলে পাওয়া দারুণ ব্য়াপার। ঘরের মাঠে ফ্যানরা ওকে দেখে রোমাঞ্চিত হয়ে যায়।' আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। 


আরও পড়ুন: MS Dhoni | CSK: ১৬ বছরে ১২ বার প্লে-অফ! সাফল্যের রেসিপি কি? রহস্যভেদ করলেন ধোনি


ধোনি কখন কী বলেন, আর কী করেন, তা একমাত্র তিনিই জানেন। জীবনের যে কোনও বড় সিদ্ধান্তের আগে চমক রাখাটা ধোনির স্বভাবজাত। যে টেস্ট ক্যাপ্টেনসি ছাড়া হোক বা দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলা। খুব স্বাভাবিক ভাবেই ধোনি আইপিএল অবসরের সিদ্ধান্তেও চমক রাখবেন, তা বলাই যায়। এই আইপিএলে ধোনি একেকবার একেক রকম কথা বলে তাঁর আইপিএল অবসর নিয়ে ধোঁয়াশা বাড়িয়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)