MS Dhoni | CSK: ১৬ বছরে ১২ বার প্লে-অফ! সাফল্যের রেসিপি কি? রহস্যভেদ করলেন ধোনি

MS Dhoni on CSK's success in IPL: There is no recipe: চারটি ট্রফি আছে ক্যাবিনেটে। আইপিএলের দ্বিতীয় সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। ১৬ বছরের ইতিহাসে ১২বার আইপিএল প্লে-অফে চেন্নাই। ফের একবার ট্রফির গন্ধ পাচ্ছে হলুদ সেনা। 

Updated By: May 20, 2023, 09:28 PM IST
MS Dhoni | CSK: ১৬ বছরে ১২ বার প্লে-অফ! সাফল্যের রেসিপি কি? রহস্যভেদ করলেন ধোনি
ছবি সৌজন্যে-সিএসকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মরসুম শুরুর আগেই জানা গিয়েছিল যে, ৪১ বছরের এমএস ধোনির (MS Dhoni) সম্ভবত এটিই শেষ আইপিএল। গতবছর আইপিএল শুরুর আগেই ধোনি জানিয়ে ছিলেন যে, তিনি আর 'ইয়েলো আর্মি'র নেতৃত্ব সামলাবেন না। রবীন্দ্র জাদেজাকেই গুরুদায়িত্ব তুলে দেন তিনি। কিন্তু অধিনায়কত্বের চাপ সামলাতে রীতিমতো হিমশিম খান জাদেজা। রীতিমতো সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। ২ ম্যাচে ৪ পয়েন্টে নিয়ে ১০ দলীয় লড়াইয়ে চেন্নাই চলে যায় ৯ নম্বরে। কার্যত চেন্নাই  আইপিএল থেকে ছিটকেই যায়। আইপিএলের হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়াতে ফের ধোনির কাঁধেই দায়িত্ব তুলে দেয়। গতবারের অতীতকে ভুলিয়ে দিয়ে ধোনি দলকে ফের নিয়ে গেলেন প্লে-অফে। রবিবার দিল্লিতে চেন্নাইস সুপার কিংস (Chennai Super Kings) দিল্লি ক্যাপিটালসের (Chennai Super Kings) মুখোমুখি হয়েছিল। চেন্নাই প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২২৩ রান তোলে। জবাবে দিল্লি ক্যাপিটালস ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সমর্থ হয়। ৭৭ রানে ম্যাচ জিতে নেয় সিএসকে। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে চলে গেল এমএস ধোনির (MS Dhonir) ইয়েলো আর্মি। ১৬ বছরে ১২ বার আইপিএল প্লে-অফে সিএসকে! এই দুরন্ত সাফল্যের রহস্যভেদ করলেন ধোনি।

আরও পড়ুন: WATCH | Ambati Rayudu | DC vs CSK: পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ! ৩৭ বছরেও কামাল রায়ড়ুর

ম্যাচের পর ধোনি বলেন, 'সেভাবে কোনও রেসিপি নেই। সেরা প্লেয়ারদের বেছে নিয়ে সেরা স্লট দেওয়ার চেষ্টা করি। এমন ভাবে তাদের ব্যবহার করতে হবে, যাতে তারা যেন সর্বাধিক সুযোগ পায় সফল হওয়ার। আর যে জায়গাগুলোয় তারা দুর্বল, সেই জায়গাগুলোয় গ্রুম করতে হবে। দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেটা করতে পারলেই, সব কিছু ঠিকঠাক হয়। এখানকার ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ অসাধারণ। ওরা সবসময় আমাদের বলতে থাকে, চিন্তার কোনও কারণ নেই। যা করছি, সেটাই যেন ,করে যাই। তবে অবশ্যই প্লেয়াররা গুরুত্বপূর্ণ। বিশেষত আমাদের ফাস্টবোলাররা। ডেথ বোলিংয়ের কথা বলতে হবে। তুষার, পাথিরানারা চাপের মুখেও কাজ করে দেখাচ্ছে। নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছে। এমন একজনকে চাই, যার কাছে দল সবার আগে হবে। এরকম চরিত্র দরকার। দূর থেকে বিচার করা কঠিন। আমরা চাই প্লেয়াররা পরিবেশের সঙ্গে মানিয়ে নিক। ওরা ১০ শতাংশও করতে পারলে, আমরা ৫০ শতাংশ দিতে রাজি।'আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.