নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে রোনাল্ডো ম্যাজিক দেখতে মাঠে হাজির সি আর সেভেনের বান্ধবী জর্জিনা। মরক্কো ম্যাচে অবশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জর্জিনার হাতের হীরের আংটি। যা দেখে জল্পনা শুরু হয় তাহলে কি রোনাল্ডো বাগদান সেরে ফেলেছেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দাড়ি রাখার কারণ জানালেন রোনাল্ডো


বিশ্বকাপে রোনাল্ডো ম্যাজিক চলছেই। প্রথম ২ ম্যাচেই সিআরসেভেনের নামের পাশে ৪ গোল। রোনাল্ডো যখন মাঠ মাতাচ্ছেন, তখন গ্যালারিতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোনাল্ডোর বান্ধবী জর্জিনা। স্পেন ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি তাঁকে। তবে মরক্কো ম্যাচে পর্তুগালের জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে হাজির ছিলেন জর্জিনা।


আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী বেকহ্যামের


রিয়ালের খেলা থাকলে বার্নাবিউর ভিআইপি বক্সে প্রায়ই দেখা যায় তাঁকে। তবে বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোর হাইপ্রোফাইল বান্ধবীর এটাই প্রথম আর্বিভাব। জর্জিনার বাঁ হাতে বিশাল ডায়মন্ড রিং থেকে গ্যালারিতে জল্পনা চলতে থাকে যে তাহলে কি বিশ্বকাপের আগে চুপচাপ বাগদান সেরে ফেলেছেন রোনাল্ডো। সিআরসেভেনের অবশ্য সেসব দিকে ভ্রুক্ষেপ নেই। তার যাবতীয় ফোকাস এখন মিশন বিশ্বকাপে।