ওয়েব ডেস্ক: কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে ধাক্কা খেল ভারত। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলতে পারছেন না পেসার ইশান্ত শর্মা। মশাবাহিত রোগ চিকনগনিয়ায় আক্রান্ত ইশান্ত এখনও সেরে ওঠেননি। ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে নিজে জানান এই খবর। তবে ইশান্তের পরিবর্ত হিসেবে কাউকে ডেকে পাঠানো হচ্ছে না। ইশান্ত ছাড়াও দলের সঙ্গে রয়েছেন তিন পেসার। মহম্মদ সামি, উমেশ যাদব, ভূবনেশ্বর কুমার। তার মানে কিউইদের প্রথম একদাশে এই তিনজনের থাকাটা অনেকটাই নিশ্চিত। কানপুরে স্লো টার্নার অপেক্ষা করে আছে বলেই মনে করা হচ্ছে। তিন পেসারের সঙ্গে থাকছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। ওপেনার হিসেবে ধাওয়ান, মুরলী বিজয়। এরপর রাহানে, কোহলি, ধোনি। পূজারা নাকি মিশ্র নির্ভর করবে ম্যাচের দিন সকালে পিচ দেখার পর।


আরও পড়ুন- বিয়ে করলেন দক্ষিণ আফ্রিকার এই জনপ্রিয় ক্রিকেটার


এদিকে, ভারত-নিউজিল্যান্ড আসন্ন সিরিজে বিরাট কোহলির দলেই অনেকটা এগিয়ে রাখছেন অসি পেসার ব্রেট লি।