নিজস্ব প্রতিবেদন: সুখবর। ফিট হবার পথে ইশান্ত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই ফিট হয়ে যাবেন ইশান্ত শর্মা! রওনা দিতে পারেন অস্ট্রেলিয়ায়।  বেঙ্গালুরুর এনসিতে বুধবার দুটি স্পেলে প্রায় দু'ঘণ্টা বোলিং করেছেন ইশান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের কোচ পরেশ মামরের তত্ত্বাবধানে বেঙ্গালুরুর NCA-তে বুধবার দু'ঘণ্টা দুটি স্পেলে বোলিং করেন ভারতীয় দলের পেসার ইশান্ত শর্মা।
 আইপিএলের মাঝে চোট পেয়ে দেশে ফিরে আসেন দিল্লি ক্যাপিটালসের এই পেসার। তাঁর পেটের পেশিতে টান ধরেছিল। বুধবার ইশান্তের বোলিং চলাকালীন সেখানে ছিলেন জাতীয় নির্বাচক প্রধান সুনীল জোশী এবং এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। সুনীল জোশীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ইশান্তকে।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল নির্বাচনের সময়ই নির্বাচকরা জানিয়েছিলেন, এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন ইশান্ত। ফিট হয়ে গেলেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে উড়ে যাবেন। ফিট হওয়ার পথে ইশান্ত শর্মা। টেস্ট সিরিজের আগে বিরাট কোহলির দলের জন্য সুখবর। জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের সঙ্গে ইশান্তের অন্তর্ভুক্তি টেস্ট সিরিজে ভারতীয় পেস বিভাগকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



আরও পড়ুন - কারণ ব্যক্তিগত! ভারতের বিরুদ্ধে সিরিজে নেই রিচার্ডসন