নিজস্ব প্রতিবেদন: ম্যাচের ইনজুরি টাইমে স্কট নেভিলের গোলে মুখরক্ষা। কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরূদ্ধে হারতে বসা ম্যাচ ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। আইএসএল-এ টানা ৬ ম্যাচ অপরাজিত রবি ফাউলারের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে প্রথম পর্ব শেষ করেছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। আইএসএলের দ্বিতীয় পর্বের (ISL 2020-21) প্রথম ম্যাচেই আটকে গেল লাল হলুদ ব্রিগেড। এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে জর্ডন মারের গোলে এগিয়ে যায় কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। ম্যাচে বল দখলে রাখায় এগিয়ে থাকলেও গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ব্রাইট, মাঘোমা, স্টেইনম্যানরা। অবশেষে ম্যাচের ইনজুরি টাইমে স্কট নেভিলের গোলে স্বস্তি লাল হলুদ শিবিরে। ম্যাচ শেষ হল ১-১। 


ঠিক যেন প্রথম পর্বের ম্যাচের উলোট পুরাণ। প্রথম পর্বে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছিল এসসি ইস্টবেঙ্গল। আর এদিন ৯০ মিনিট পর্যন্ত কেরালা ব্লাস্টার্স এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ড্র হল ম্যাচ। ১১ ম্যাচ শেষে এসসি ইস্টবেঙ্গলের পয়েন্ট ১১। অন্যদিকে ১১ ম্যাচে কেরল ব্লাস্টার্সের পয়েন্ট ১০।  


আরও পড়ুন- IND vs AUS: পুরনো রোগ সারছে না অজিদের, ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার Siraj