নিজস্ব প্রতিবেদন : প্রীতম কোটালের শেষ মুহূর্তের গোলে কোনোরকমে মান বাঁচালো এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সোমবার হায়দরাবাদ এফ সি-র (Hederabad FC) বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে এএফসি চ্যাম্পিয়ন্স (ISL 2021)  লীগে বাগানের ভাগ্য কিছুটা ঝুলেই রইলো। রবিবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেই লীগ  চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লীগের  টিকিট হাতে পেয়ে যাবে হাবাস ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন কৃষ্ণরা। অপরদিকে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে মুম্বই। বাকি ২টি ম্যাচ জিতলেই ৪০ পয়েন্টে পৌঁছে যাবে সের্জিও লবেরার দল। তবে গোল পার্থক্যে এগিয়ে আছে সবুজ মেরুন শিবির (ATK Mohun Bagan)। এদিন শুরু থেকেই অগোছালো ফুটবল খেলেন হাবাসের ছেলেরা। টানা ৫ ম্যাচ জেতার পর তাদের হায়দরাবাদের (Hederabad FC) বিরুদ্ধে পারফরমেন্স রীতিমতো হতাশাজনক। শুরুতেই লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান হায়দরাবাদের চিনলেনসানা সিংহ।


আরও পড়ুন, IPL 2021: “একমাত্র কাঁটা সিএসকে”, ম্যাক্সওয়েলের জন্য নিলামে মাস্টার প্ল্যান আরসিবির - দেখুন ভিডিও


কিন্তু তারপরে মাত্র ৮ মিনিটের মাথায় হায়দরাবাদকে (Hederabad FC) গোল করে এগিয়ে দেন সান্তানা। ম্যাচের ৫৭ মিনিটে সমতা ফেরান মানবীর সিংহ. ৭৪ মিনিটে ফের হায়দরাবাদকে এগিয়ে দেন রোলান্ড আলবের্গ। ইনজুরি টাইম এর শেষ লগ্নে ৯৩ মিনিটে বাগানের মান রক্ষা করেন বঙ্গসন্তান প্রীতম কোটাল। তবে নিজেদের পরের ম্যাচে যদি মুম্বই পয়েন্ট নষ্ট করে তাহলে শেষ ম্যাচের আগেই চ্যাম্পিয়ন্স লীগ (ISL 2021) নিশ্চিত হয়ে যাবে বাগানের (ATK Mohun Bagan)।


আরও পড়ুন, India vs England: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপই আমার কাছে বিশ্বকাপ, জানালেন Ishant Sharma