জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) শনিবার বহু প্রতীক্ষিত ইস্টবেঙ্গল এফসি বনাম এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan vs East Bengal) ম্যাচ। এদিন হাইভোল্টেজ মহারণ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হবে কমপক্ষে আধ ঘণ্টা পর। কারণ এদিন হায়দরাবাদ বনাম গোয়ার ম্যাচে (Hyderabad FC vs FC Goa ) বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। যার ফলেম্যাচ শুরু হয় বেশ কিছুটা দেরিতেই। হায়দরাবাদে ম্যাচ অনুষ্ঠিত হলেও প্রথম ম্যাচের প্রভাব পড়ছে দ্বিতীয় ম্যাচে। সেই কারণেই ইস্ট-মোহন মহাযুদ্ধ শুরু হচ্ছে বেশ কিছুটা পরেই। সম্প্রচার জনিত কারণে এই দেরি বলেই জানা যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ISL 2022-23, ATKMB vs EBFC: ফিরে দেখা শেষ চার ডার্বির বিশেষ মুহূর্ত


আইএসএলে এখনও পর্যন্ত চারটি ডার্বি হয়েছে। কোভিড আবহে প্রতিটি ডার্বিই হয়েছে গোয়ায়। ফুটবলের মক্কায় এই প্রথম হবে আইএসএল ডার্বি। আগের চারটি ডার্বিতেই ইস্টবেঙ্গল হারতে হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে লাল-হলুদ টানা হাফ ডজন ডার্বি হেরেছে। ফলে এদিনের ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে প্রতিশোধের ম্যাচ। কলকাতায় আইএসএল ডার্বি ঘিরে উত্তেজনায় ফুটছেন দুই দলের সমর্থকরা। দুই দলই বড় ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। দেখে নিন কারা খেলছেন আজ!




ইস্টবেঙ্গল এফসি: কমলজিত (গোলকিপার), স্বার্থক, লালচুংনুঙ্গা, ইভান, জেরি, কিরিয়াকো, জর্ডন, মহেশ, হাওকিপ, ক্লেটন (অধিনায়ক) ও সুহের


এটিকে মোহনবাগান: বিশাল (গোলকিপার), হ্যামিল, কাউকো, দিমিত্রস, বুমোস, মণবীর, শুভাশিস, লিস্টন, প্রীতম (অধিনায়ক) টাংরি ও আশিস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)