এটিকে মোহনবাগান: ১ ('১১, হুগো বৌমস)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদ এফসি: ০


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে জিততেই হত। শনিবার গোটা ফুটবল দুনিয়ার নজর যখন লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) দিকে রয়েছে, ঠিক তখন বিশ্বকাপ (FIFA World Cup 2022) জ্বরে কাবু কলকাতায় প্রায় নিঃশব্দে হায়দরাবাদকে (Heyderabad FC) ১-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এদিন একাধিক গোলের সহজ সুযোগ করলেও, অবশেষে সবুজ-মেরুন শিবিরের মান বাঁচালেন হুগো বৌমস (Hugo Boumous)। এই স্প্যানিশ ১১ মিনিটে গোল করেন। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এল সবুজ-মেরুন। অন্যদিকে হারলেও, ৮ ম্যাচে ঝুলিতে ১৬ পয়েন্টের সঙ্গে দ্বিতীয়স্থান ধরে রাখল নিজামের শহরের দল।  


তবে লিস্টন কোলাসো ও বাকিরা মুড়িমুড়কির মতো গোল মিস না করলে, অনেক বেশি ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারত জুয়ান ফেরান্দোর দল। যদিও তিন পয়েন্ট পেলেও মনবীর সিং-এর চোট নিয়ে চিন্তা থেকেই গেল। এর আগে এসিএল-এ চোট নিয়ে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন মিডফিল্ডার জনি কাউকো। চোটের জন্য এদিন খেলেননি দিমিত্রস। ফলে জিতলেও ফেরানন্দো চিন্তা কিন্তু কমছে না। 


আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: প্রবল চাপে থেকে মেসিকে রুখে প্রেসক্রিপশন লিখে দিলেন তাঁর প্রাক্তন কোচ টাটা মার্টিনো


আরও পড়ুন: ​ Lionel Messi and Diego Maradona, FIFA World Cup 2022: 'ডু অর ডাই' ম্যাচের আগে ফুটবল 'আইডল' দিয়েগোর শরণাপন্ন মেসি, কী লিখলেন?


গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে হার মেনেছিল হায়দরাবাদ। অন্যদিকে গোয়ার কাছে হেরে গিয়েছিল এটিকে হয়েছিল মোহনবাগান। বাঁ দিক দিয়ে আশিক কুরুনিয়ান গতির ঝড় তুলে হায়দরাবাদ ডিফেন্স ভাঙেন। তাঁর কাছ থেকে বল পেয়ে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো। গোল পেয়ে যাওয়ার পরে একাধিকবার হায়দরাবাদের রক্ষণে আক্রমণ তুলে আনেন ফেরান্দোর ছেলেরা। কিন্তু কাজের কাজ হয়নি। লিস্টন কোলাসো দ্বিতীয়ার্ধে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। 


চোটের জন্য এদিন খেলেননি দিমিত্রস। তাঁর অভাব কিছুটা হলেও অনুভূত হয়েছে। যেহেতু দুটো দল আগের ম্যাচে হার মেনেছিল। তাই জেতার তাগিদ দুটি দলের মধ্যেই দেখা গেল। একটা সময় তো দুই দলের ফুটবলারদের মধ্যে হাতহাতিও লেগে যায়। খেলার একেবারে শেষ লগ্নে পেনাল্টির আবেদন করেন হায়দরাবাদের ফুটবলাররা। কিন্তু রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)