Lionel Messi, FIFA World Cup 2022: প্রবল চাপে থেকে মেসিকে রুখে প্রেসক্রিপশন লিখে দিলেন তাঁর প্রাক্তন কোচ টাটা মার্টিনো

Lionel Messi: এমন এক 'ডু অর ডাই' ম্যাচে নামার আগে আবার মেসির কাজ কঠিন করতে চাইছেন। জেরার্ড মার্টিনো। বিশ্ব ফুটবল যাকে টাটা মার্টিনো (Tata Martino) নামেই জানে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। এমনকি ২০১৩-১৪ মরসুমে ৬০ বছরের এই প্রাক্তন অ্যাটাকিং মিডফিল্ডার আবার ছিলেন বার্সেলোনার 'বস'। 

Updated By: Nov 26, 2022, 09:07 PM IST
Lionel Messi, FIFA World Cup 2022: প্রবল চাপে থেকে মেসিকে রুখে প্রেসক্রিপশন লিখে দিলেন তাঁর প্রাক্তন কোচ টাটা মার্টিনো
প্রাক্তন কোচ টাটা মার্টিনোই এখন লিওনেল মেসির 'শত্রু'। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের (Saudi Arabia) কাছে এগিয়ে থেকেও ১-২ ব্যবধানে হার। এমনিতেই চাপ রয়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। এরমধ্যে মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে সেই অভিশপ্ত লুসেল স্টেডিয়ামে নামার আগে, লিওনেল স্কালোনির (lionel Scaloni) দলের রক্তচাপ আরও বেড়ে গেল। কারণ 'সি' গ্রুপের অন্য এক ম্যাচে সৌদিকে ০-১ ব্যবধানে হারিয়ে দিল রবার্ট লেওনডস্কির (Robert Lewandowski) পোল্যান্ড ((Poland)। ফলে এমন অবস্থায় কাপ জেতার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়াদের (Angel D Maria) জয় ছাড়া আর কোনও উপায় নেই। 

এমন এক 'ডু অর ডাই' ম্যাচে নামার আগে আবার মেসির কাজ কঠিন করতে চাইছেন। জেরার্ড মার্টিনো (Gerardo Martino)। বিশ্ব ফুটবল যাকে টাটা মার্টিনো (Tata Martino) নামেই জানে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ ছিলেন তিনি। এমনকি ২০১৩-১৪ মরসুমে ৬০ বছরের এই প্রাক্তন অ্যাটাকিং মিডফিল্ডার আবার ছিলেন বার্সেলোনার (Barcelona)'বস'। তবে এখন তিনি মেসির বিপক্ষ দল মেক্সিকোর হেড স্যর। হাতের তালুর মতো চেনেন মেসিকে। তাই জানেন প্রবল চাপের মুখে অতীতে বারবার ভয়ংকর হয়ে উঠেছেন 'এল এম টেন'। 

আরও পড়ুন: Lionel Messi and Diego Maradona, FIFA World Cup 2022: 'ডু অর ডাই' ম্যাচের আগে ফুটবল 'আইডল' দিয়েগোর শরণাপন্ন মেসি, কী লিখলেন?

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: মেসিকে 'ম্যাজিশিয়ান' মনে করলেও, হুঙ্কার দিলেন গিয়ের্মো ওচোয়া

নিজের দিনে ছন্দে থাকা মেসিকে থামানো কতটা কঠিন? মেক্সিকোর কোচ বলেছেন, 'যারা মেসিকে মোকাবিলা করেছে, তারা সবাই একই কথাই বলেছে। ওকে আটকানোর জন্য আমাদের বিশেষ পরিকল্পনা অবশ্যই আছে। তবে সেটা সাংবাদিকদের বলতে যাব না। মাঠেই দেখে নেবেন। তবে সত্যি বলতে মেসি এমন এক ফুটবলার ওকে রুখে দেওয়া খুব কঠিন। আমার ব্যক্তিগত ও একটা বাজে দিন কাটিয়েছিল।' 

প্রথম ম্যাচের হার নিশ্চিতভাবে মেসিকে অনেক বেশি তাতিয়ে রাখবে। এই ম্যাচে ভয়ংকর মেসিকে দেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন উল্লেখ করে মার্টিনো আরও বলেছেন, 'মেসি ওর সেরা ছন্দে থাকবে, এটা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি। পুরো ৯০ মিনিট ছন্দে না থেকেও মাত্র ৫ মিনিটের ও খেলায় ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা থাকে। তাই ম্যাচের পুরোটা সময় আমাদের খুবই মনোযোগী থাকতে হবে।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.