Kolkata Derby, ISL 2022-23 : ঢাকে পড়ল কাঠি, মরসুমের প্রথম ও ফিরতি ডার্বি মহারণ কবে? জেনে নিন
ISL 2022-23 : কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর হল, এ বারের লিগে ডার্বি যুদ্ধ (ISl Derby) আয়োজিত হবে যথাক্রমে ২৯ অক্টোবর ও আগামী বছর ২৫ ফেব্রুয়ারি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী তাদের সব ম্যাচ যুবভারতীতে খেলবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন আইএসএল ২০২২-২৩ (ISL 2022-23) মরসুমের উদ্বোধনী ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। ৭ অক্টোবর কোচিতে কেরালা এফসি-র (Kerala Blasters) বিরুদ্ধে লাল-হলুদ অভিযান শুরু করবে। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রথম ম্যাচ চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে। ১০ অক্টোবর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে নামবে সবুজ-মেরুন। কলকাতার দুই প্রধানের সমর্থকদের জন্য সবচেয়ে বড় খবর হল, এ বারের লিগে ডার্বি যুদ্ধ (ISl Derby) আয়োজিত হবে যথাক্রমে ২৯ অক্টোবর (সবুজ-মেরুনের হোম ম্যাচ) ও আগামী বছর ২৫ ফেব্রুয়ারি (লাল-হলুদের হোম ম্যাচ)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী তাদের সব ম্যাচ যুবভারতীতে খেলবে। ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য আরও বড় খবর হল বিশ্বকাপের (Qatar World Cup 2022) মাঝেই চলবে আইএসএল-এর খেলা। ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল। সে দিন আইএসএল-এর কোনও ম্যাচ আয়োজিত হচ্ছে না।
এ বার নক আউট পর্বে মোট সাতটি ম্যাচ হবে। চারটি সেমিফাইনাল ও একটি ফাইনালের সঙ্গে দু’টি এলিমিনেটরও যুক্ত হচ্ছে। প্রথম এলিমিনেটরে লিগ টেবলের তিন ও ছয় নম্বর দল মুখোমুখি হবে। দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে চার ও পাঁচ নম্বরে থাকা দল। প্রথম সেমিফাইনালে এক নম্বর দল ও দ্বিতীয় এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে এবং দ্বিতীয় সেমিফাইনালে দুই নম্বর দল ও প্রথম এলিমিনেটরের জয়ী দল মুখোমুখি হবে। দুই সেমিফাইনালই হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। অর্থাৎ লিগ টেবলে ছয় নম্বরে থাকা দলের সামনেও এ বার থেকে ফাইনালে ওঠার সুযোগ থাকছে। এর ফলে এ বার লিগে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১১৭।
কুড়ি রাউন্ডের লিগ পর্ব ৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২০২৩-এর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এবং নক আউট পর্ব হবে মার্চে। তবে নক আউটের তারিখ জানানো হবে পরে। এই বছর থেকেই ভারতীয় ক্লাব মরসুম আরও দীর্ঘ হচ্ছে। আইএসএল-এর আগে মরসুমের উদ্বোধনী টুর্নামেন্ট ডুরান্ড কাপে লিগে অংশগ্রহণকারী এগারোটি দলই অংশ নিচ্ছে। ফলে লিগ শুরুর আগে নিজেদের ম্যাচ-ফিট করে তোলার সুযোগ পাবেন সব দলের ফুটবলাররা।
আরও পড়ুন: AFC Cup Inter-Zonal Semifinals : যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কোন দল?
আইএসএল শেষ হওয়ার পরে আগামী বছর এপ্রিলে শুরু হবে সুপার কাপ। তাই প্রতিটি দল ও তাদের ফুটবলাররা সারা বছরে আগের চেয়ে আরও বেশি সংখ্যক ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাবেন, যার ফলে তাঁদের পারফরম্যান্সে আরও উন্নতি হবে। এ ছাড়াও এ বার ফুটবলার ও ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে ভাল খবর হল, গ্যালারিতে দর্শকেরা ফিরে আসবেন এবং ঘরের মাঠে খেলতে পারবে সব ক্লাবই। গত দুই মরসুমে কোভিডের জন্য তা সম্ভব হয়নি। দর্শকদের সুবিধার জন্য বিদেশের বিভিন্ন লিগের মতো এ বারের আইএসএল ম্যাচগুলি রাখা হয়েছে সপ্তাহের শেষ দিকে, বৃহস্পতিবার থেকে রবিবার।
গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি এ বার অভিযান শুরু করছে ৯ অক্টোবর, ঘরের মাঠে, মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। গত বারের লিগশিল্ডজয়ী জামশেদপুর এফসি-র প্রথম ম্যাচ, ১১ অক্টোবর, ওডিশা এফসি-র বিরুদ্ধে, ঘরের মাঠে।
আইএসএল-এর গুরুত্বপূর্ণ তারিখ
প্রথম ম্যাচ: ৭ অক্টোবর।
গ্রুপ লিগের শেষ ম্যাচ: ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি।
প্লে-অফ, সেমিফাইনাল এবং ফাইনাল: ২০২৩ সালের মার্চে হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।