AFC Cup Inter-Zonal Semifinals : যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কোন দল?

AFC Cup Inter-Zonal Semifinals : এটিকে মোহনবাগান এ বারের এএফসি কাপের বাছাই পর্ব ও গ্রুপ পর্বের ম্যাচগুলিও কলকাতায় খেলেছে। গত এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। 

Updated By: Aug 29, 2022, 10:37 PM IST
AFC Cup Inter-Zonal Semifinals : যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কোন দল?
ডার্বি জয়ের পর এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সবুজ-মেরুন। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭ সেপ্টেম্বর ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনেই এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এশীয় মঞ্চে সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে নামবে মালয়শিয়ার কুয়ালা লামপুর সিটি-র (Kuala Lumpur City FC) বিরুদ্ধে। কলকাতার ক্লাবের সমর্থকেরা আগেই জেনে গিয়েছেন যে ম্যাচটি কলকাতায় হবে। এ বার এএফসি কাপ ইন্টার-জোনাল সেমিফাইনালে (AFC Cup Inter-Zonal Semifinals) প্রতিপক্ষের নামও জানা গেল।

এটিকে মোহনবাগান এ বারের এএফসি কাপের বাছাই পর্ব ও গ্রুপ পর্বের ম্যাচগুলিও কলকাতায় খেলেছে। গত এপ্রিলে তারা শ্রীলঙ্কার ব্লু স্টার ও ঢাকার আবাহনী লিমিটেডকে হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে।

আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : ম্যাচ হেরে চিরপ্রতিদ্বন্দ্বী কোহলির জার্সিতে সই নিলেন পাক পেসার, ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : 'কিং কোহলি', হার্দিকের সঙ্গে দেখা করলেন ভাইরাল ভিডিয়োর নায়ক, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল

আসিয়ান জোন ফাইনালে কুয়ালা লামপুর সিটি ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসারকে ৫-২-এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়। রোমেল মোরালেস গোলের খাতা খোলার পরে জোড়া গোল করেন জর্ডান মিন্টা। দলের ব্রাজিলীয় তারকা পাওলো জোসু ও হাডিন আজমান ম্যাচের শেষ দিকে বাকি দু’টি গোল করেন পেনাল্টি থেকে। আগাগোড়া আধিপত্য বিস্তার করা এই ম্যাচে কেএলসি ন’টি শট গোলে রাখে। ইন্দোনেশিয়ার দলটি তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি। বল দখলেও এগিয়ে ছিল কেএলসি (৫৪-৪৬)।

দু’বার মালয়শিয়ান লিগ জিতেছে এই ক্লাব। দেশের মাটিতে তারা এফএ কাপ ও চ্যারিটি শিল্ড জিতেছে তিনবার করে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও দু’বার অংশ নিয়েছে তারা। দলের কোচ ক্রোয়েশিয়ার বোজান হোডাক ও অধিনায়ক ব্রাজিলীয় ফরোয়ার্ড পাওলো জোসু। ইন্টার জোনাল সেমিফাইনালের অপর ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের ইস্টার্ন এসসি ও সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়ন উজবেকিস্তানের পিএফসি সোগদিয়ানা। কেএলসি-কে হারাতে পারলে এদেরই যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুন শিবিরকে। সেই ম্যাচ হওয়ার কথা ৫ অক্টোবর এবং এ বারের এএফসি কাপ ফাইনাল হওয়ার কথা ২২ অক্টোবর। অর্থাৎ, ফাইনালে উঠে ইতিহাস গড়তে এটিকে মোহনবাগানকে আরও দু’টি কঠিন ধাপ পেরোতে হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.