জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৃদযন্ত্রে সমস্যার জন্য একটা সময় তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। তরুণ ডিফেন্ডারকে মাঠে নামার অনুমতিই দিতে চাইছিল না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। তবে সেই অন্ধকারকে ছাপিয়ে আগেই ৯০ মিনিটের যুদ্ধে নেমে পড়েছিলেন। ইন্টারকন্টিনেন্টল কাপের (Intercontinental Cup 2023) পর সাফ কাপও (SAFF Championship 2023) জিতেছেন ভারতের (India) তরুণ ডিফেন্ডার। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। আর এবার সেই ভালো পারফরম্যান্সের সুবাদে মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan Super Giant) সই করে দিলেন আনোয়ার আলি (Anwar Ali)। গায়ে জড়িয়ে নিলেন সবুজ-মেরুন জার্সি। শোনা যাচ্ছে পাঁচ বছরের জন্য মোহনবাগানের (Mohun Bagan) সঙ্গে চুক্তি করেছেন এই তরুণ। হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando) ও দলের টেকনিক্যাল ডিরেক্টর আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) নির্দেশেই আনোয়ারকে সুযোগ দেওয়া হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন ইনিংস শুরু করেই আনোয়ার হাসিমুখে বলে উঠলেন, 'জয় মোহনবাগান'। তারপর চুমু খেয়ে নিলেন ঐতিহাসিক সবুজ-মেরুন পতাকায়। ২০১৭ সালে ভারতের জার্সি পরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলেছিলেন। সিনিয়র জাতীয় দলেরও তারকা হয়ে উঠেছেন। সেই আনোয়ার মোহনবাগানে যোগ দিয়ে বলেন, "ছোট থেকে কলকাতায় খেলার স্বপ্ন দেখতাম। সবুজ মেরুন জার্সিতে খেলব ভেবেই রোমাঞ্চিত হচ্ছি। আমার বয়স কম। সবে সাফল্য পেতে শুরু করেছি। অনেক কিছু শেখার রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের মতো সেরা টিমে নিজেকে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জ। আশাকরি সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।" 



২২ বছরের এই ফুটবলার বয়সভিত্তিক ফুটবল থেকে শিরোনামে রয়েছেন। পড়ার সময়ই যোগ দেন মিনার্ভা পঞ্জাব অ্যাকাডেমিতে। স্ট্রাইকার হিসেবে ফুটবলজীবন শুরু করলেও অ্যাকাডেমির কোচরা তাঁকে স্টপারে খেলার পরামর্শ দেয়। ৬ ফুট উচ্চতার আনোয়ারের রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করার সহজাত ক্ষমতা রয়েছে। ২০২১ সালে দিল্লি এফসি থেকে লোনে এফসি গোয়ায় যোগ দেন। লোন চুক্তি শেষ হওয়ার আগেই মোহন বাগান সুপার জায়ান্টের লোভনীয় প্রস্তাব যায় আনোয়ারের কাছে। 


আরও পড়ুন: ICC ODI World Cup 2023, IND vs PAK: ফের নাটক পাকিস্তানের! বাবরদের বিশ্বকাপ খেলা নিয়ে ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর


আরও পড়ুন: Sourav Ganguly, IND vs PAK: ৬৭ হাজারি ইডেনে ভারত-পাক সেমি ফাইনাল দেখতে মুখিয়ে মহারাজ



কেন তিনি সবুজ-মেরুনকে বেছে নিলেন? সেটাও জানালেন আনোয়ার। তিনি যোগ করেন, "তিনটি লক্ষ্য নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে এসেছি। কেরিয়ারে প্রথম কলকাতা ডার্বি খেলব। আমার বহুদিনের স্বপ্ন। এছাড়া কোনওদিন আইএসএল জিতিনি। এই ক্লাবে এসে আইএসএল ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে চাই। আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে প্রতিষ্ঠিত করতে পারে সবুজ মেরুন জার্সি। ক্লাব জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ জিততে চাই। এএফসি কাপে সেটাই চেষ্টা করব।" 


পেশাদার ফুটবল জীবনে কলকাতায় আনোয়ার অভিজ্ঞতা খারাপ নয়। সিনিয়র ভারতীয় দলের হয়ে প্রথম যে আন্তর্জাতিক গোল করেন আনোয়ার, সেটা আসে কলকাতার মাঠেই। গত বছর জুনে এএফসি এশিয়া কাপের যোগ্যতামান পর্বের ম্যাচে হংকঙের বিরুদ্ধে গোল করেছিলেন। সেইসময় ভারতের প্রথম একাদশের কনিষ্ঠতম সদস্য ছিলেন আনোয়ার। যিনি ক্রমশ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আপাতত ভারতের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন আনোয়ার। সেইসঙ্গে আক্রমণভাগেও গুরুত্বপূর্ণ পাস দিয়ে থাকেন। এবার সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ঝলক মিলেছিল। সেই আনোয়ার এবার সবুজ-মেরুন সংসারে নতুন ইনিংস শুরু করলেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)