ওয়েব ডেস্ক: দিল্লির বিরুদ্ধে ম্যাক্সওয়েল, কিলার মিলাররা প্রথমে ব্যাট করে তুলল ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান! এর কৃতিত্ব ওয়ান অ্যান্ড ওনলি অমিত মিশ্র। আইপিএলে তিনি বরাবরই চমকে দিয়েছেন। আজও তাই করলেন। তিন ওভার বল করে ১১ রান দিয়ে নিয়ে গেলেন চার-চারটে উইকেট!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস জিতে পাঞ্জাবকেই প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লির অধিনায়ক জাহির খান। কিন্তু প্রথম থেকেই ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকে পাঞ্জাবের। দলের হয়ে সবথেকে বেশি রান করেন মনন ভোহরা। তিনি করেন ২৪ বলে ৩২ রান। ১৬ বল খেলে ১৩ রান করেন শন মার্শ। ২২ বল খেলে মাত্র ১১ রান করেন অক্ষর প্যাটেল। মোহিত শর্মার অবদান ৮ বল খেলে ১৫ রান। এছাড়া মুরলী বিজয় আউট হয়ে যান মাত্র ১ রান করে। ক্যাপ্টেন মিলার ৯ বল খেলে করেন ৯ রান। ম্যাক্সওয়েল ৩ বল খেলে ০ রানে আউট হয়ে যান। বাংলার ঋদ্ধিমান সাহার অবদান ৭ বল খেলে ৩ রান।


দিল্লির হয়ে  ৪ উইকেট নেন অমিত মিশ্রা। জাহির খান, ক্রিস মরিস এবং যাদব নেন একটি করে উইকেট।