UEFA EURO 2020:সুইজারল্যান্ডকে হেলায় উড়িয়ে ইউরোর শেষ ষোলোয় ইতালি
ইউরোতে অপ্রতিরোধ্য ইতালি
নিজস্ব প্রতিবেদন: ইউরোতে অপ্রতিরোধ্য ইতালি। প্রথম ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে ধরাশায়ী করার পর দ্বিতীয় ম্যাচেও সুইটজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলেন লোকাতেল্লিরা। গ্রুপ পর্যায়ের এক ম্যাচ বাকি থাকতেই শেষ যোলোর টিকিট যোগাড় করে নিলেন মানচিনির ছেলেরা। জোড়া গোল করে নায়ক লোকাতেল্লিই।
ম্যাচের ২৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার কিছুক্ষণ পরেই ফের গোল করেন তিনি। ম্যাচের ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ৩-০ করেন ইমমোবিলে। গোটা ম্যাচেই আধিপত্য নিয়ে খেলে ইতালি। ৪-৩-৩ ছকেই প্রতিপক্ষের রক্ষণে বারংবার আক্রমণ শানাতে থাকেন আজুরিরা। তবে আশ্চর্যজনকভাবে ম্যাচের বল পজেশন বেশী ছিল সুইসদের কাছেই। ৫১ শতাংশ বল নিজেদের দখলে রাখেন সুইসরা কিন্তু বিশেষ লাভ হয়নি তাতে।
আরও পড়ুন: চরম আর্থিক সঙ্কটে IFA, ত্রাতা হিসেবে উদয় হলেন সচিব
আরও পড়ুন: UEFA EURO 2020: আজারবাইজানে ওয়েলস হারাল তুরস্ককে, পেনাল্টিতে গোল করতে ব্যর্থ Bale!
সুইস কোচ ভ্লাদিমির পেতকোভিচ ৪-৩-১-২ ছকে দল সাজান। মাঝমাঠের দখল রেখে প্রতিআক্রমণে ইতালিকে বধ করাই লক্ষ্য ছিল তাঁর। তবে ধারে-ভারে অনেকটাই এগিয়ে থাকা ইতালিকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না।