ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডের জুজুৎসু অ্যাথলিট রিও ডি জেনিরোতে অপহৃত হয়েছিলেন বলে জানিয়েছেন। জ্যাসন লি নামের এই অ্যাথলিট টুইটারে এই কথা জানিয়েছেন। টুইটারে করা পোস্টে তিনি বলেন, 'আপনারা গতকাল কি করেছেন? আমি অপহৃত হয়েছিলাম।' জ্যাসন লি জানিয়েছেন, তাঁকে পুলিশের ইউনিফর্মে কয়েকজন তুলে নিয়ে যায় এবং দুটি ক্যাশ মেশিন থেকে টাকা তুলতে বাধ্য করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রোনাল্ডো ফুটবল ছেড়ে এ কোথায় গেলেন! অবশ্য মানিয়েও নিলেন দিব্যি!
 
লি গত ১০ মাস ধরে ব্রাজিলে রয়েছেন। তবে জুজুৎসু অলিম্পিক ইভেন্টে নেই, তাই সেখানে তাঁর অংশগ্রহণের সুযোগ নেই। এদিকে অস্ট্রেলিয়ান অলিম্পিক টিম রিও অলিম্পিক ভিলেজে থাকতে রাজি হইনি, কারণ সেখানে তাঁদের নিরাপত্তা নিয়ে সংশয় আছে।


আরও পড়ুন  পরিস্থিতির চাপে এবার কুস্তির রিংয়ে নেমে পড়লেন নরেন্দ্র মোদী!