জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup) শুরুর আগে ফের বড় ধাক্কা খেল ভারতীয় শিবির (Team India)। সুত্রের খবর পিঠে চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শোনা যাচ্ছে এই তারকা জোরে বোলারকে ছাড়াই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে এশিয়া কাপে খেলতে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এর আগে সাইড স্ট্রেনে চোটের জন্য এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন হর্ষল প্যাটেল (Harshal Patel)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুমরার ছিটকে যাওয়া নিয়ে নাম প্রকাশে বিসিসিআই-এর এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "জসপ্রীত বুমরা পিঠে চোট পেয়েছে। সেইজন্য ওকে ছাড়াই এশিয়া কাপের দল গড়া হবে। বুমরা আমাদের দলের প্রধান অস্ত্র। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন বড় প্রতিযোগিতার আগে বুমরাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই বুমরাকে বিশ্রাম দেওয়া হবে।"  


আরও পড়ুন: CWG 2022, IND vs AUS: অজিদের বিরুদ্ধে সাত গোলে উড়ে রুপো নিয়েই সন্তুষ্ট মনবীর সিংয়ের হকি দল


আরও পড়ুন: CWG 2022, PV Sindhu: সিন্ধুই ভারতের সেরা মহিলা অ্যাথলিট, জানিয়ে দিলেন পুল্লেলা গোপীচাঁদ


গত ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ম্যাচ শেষ খেলেছিলেন বুমরা। এরপর আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যান তিনি। তাঁকে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিয়মমাফিক দেশে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। সেই দুটি সিরিজে বুমরা খেলেন কিনা এখন সেটাই দেখার। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App