Jasprit Bumrah Health Update: অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরবেন `বুম বুম বুমরা`? জেনে নিন
চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বাকি দুই টেস্টের দলেও নেই বুমরা। এদিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। এর আগে রয়েছে এশিয়া কাপ। তবে বিশ্বকাপেই পুরো ফিট বুমরাকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে স্বস্তি পেল টিম ইন্ডিয়া (Team India)। শেষ পর্যন্ত জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হল। বিসিসিআই-এর (BCCI) সৌজন্যে নিউজিল্যান্ডে (New Zealand) গিয়ে পিঠের অস্ত্রোপচার করালেন তারকা জোরে বোলার। নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন (Rowan Schouten) তাঁর অস্ত্রোপচার করলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy) ও বিসিসিআই-এর মেডিক্যাল টিমের সদস্যরা এই ডাক্তারের সঙ্গে কথাবার্তা সেরে রেখেছিলেন। এর আগে জফ্রা আর্চার (Jofra Archer) ও শেন বন্ড (Shane Bond), জেমস প্যাটিনসন (James Pattionson) অস্ত্রোপচারও এই অস্থি ও শল্য চিকিৎসক রোয়ান সাউটন করেছিলেন।
ক্রাইস্টচার্চের এক হাসপাতালে বুমরার পিঠের অস্ত্রোপচার হয়েছে । তাঁর পিঠে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার সফল হয়েছে। এবার বুমরাকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর চেষ্টা করা হবে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত ছ’মাসের আগে মাঠে ফিরতে পারবেন না। অর্থাৎ, আইপিএল (IPL 2023) তো বটেই, চলতি বছর এশিয়া কাপেও (Asia Cup 2023) তাঁর খেলার সম্ভাবনা নেই। চিকিৎসকেরা চেষ্টা করছেন, যাতে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে তাঁকে সুস্থ করে তোলা যায়। তবে হাসপাতাল বুমরার অস্ত্রোপচার নিয়ে মুখ খোলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুমরার বিষয়ে বিসিসিআই মন্তব্য করবে।
আরও পড়ুন: MS Dhoni, IPL 2023: রাহানে, রায়াডুদের বিরুদ্ধে অফ স্পিন বল করলেন ধোনি, ভিডিয়ো ভাইরাল
চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বাকি দুই টেস্টের দলেও নেই বুমরা। এদিকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হবে। এর আগে রয়েছে এশিয়া কাপ। তবে বিশ্বকাপেই পুরো ফিট বুমরাকে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর তাই 'বুম বুম বুমরা'-কে আসন্ন আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final 2023) খেলতে দেখা যাবে না। কারণ বিসিসিআই সূত্রের খবর, বুমরার চোট যথেষ্ট বড়। আর তাই এই জোরে বোলাকে মাঠে ফেরাতে আর তাড়াহুড়ো করতে চাইছেন না টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছিলেন বুমরা। এরইমধ্যে তিনি নিউজিল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করালেন।
গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু সিরিজ শুরুর আগের দিন হঠাৎই জানানো হয়, নেট প্র্যাকটিসের সময় নাকি বল করতে গিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলেন না তিনি। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি। সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে সেই উদ্দেশ্যও পূরণ হয়নি। কারণ পিঠের চোট সারিয়ে এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট ছিলেন না বুমরা। আর তাই তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া হয়নি। বরং ফের একবার অস্ত্রোপচার করা হল।
গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরা। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছিলেন বুমরা। আর এরপর তাঁর অস্ত্রোপাচার সম্পন্ন হল। ফলে তাঁর সুস্থ হতে আরও কিছু দিন লাগবে। এহেন বুমরা ছয় মাস পর মাঠে নামতে পারেন কিনা, সেটাই দেখার।