Jhulan Goswami: ইতিহাসের পাতায় ঝুলন গোস্বামী! বাংলার মেয়ের বিশ্বকাপে অনন্য রেকর্ড
বিশ্বকাপে (Women`s World Cup) অনন্য মাইলস্টোন স্থাপন করে ইতিহাসের পাতায় ঝুলন গোস্বামী (Jhulan Goswami)
নিজস্ব প্রতিবেদন: মাইলস্টোন ম্য়াচে খেলতে নেমে বিশ্বরেকর্ড করে ফেললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপে (Women's World Cup 2022) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand Women vs India Women) এক উইকেট নেওয়ার সঙ্গেই ঝুলন যুগ্মভাবে আইসিসি-র এই শো-পিস ইভেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। ৩৯ বছরের দেশের অভিজ্ঞ জোরে বোলার স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)।
মেয়েদের বিশ্বকাপে এখন ঝুলন ও প্রাক্তন অজি পেসার ফুলস্টনের উইকেট সংখ্যা ৩৯। এদিন ঝুলন জোড়া উইকেট নিতে পারলে তিনিই মেয়েদের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে যেতেন। কিন্তু সেই রেকর্ড স্পর্শ করা এখন ঝুলনের কাছে শুধু সময়ের অপেক্ষা। ঝুলন এদিন ৯ ওভার বল করে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। তাঁর শিকার হন কেটি মার্টিন (৫১ বলে ৪১)।
চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (India Womens)। সেই ম্যাচে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন 'চাকদহ এক্সপ্রেস'। বিশ্বকাপ অভিযানের আগে গত ফেব্রুয়ারি মাসে কিউইদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল মিতালি রাজের দল। সেই সিরিজ ১-৪ ব্যবধানে হেরে গেলেও, ঝুলন নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন। এদিন হ্যামিলটনের সেডন পার্কে ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে।
আরও পড়ুন: Karim Benzema: 'হ্যাটট্রিক হিরো' বেঞ্জেমা প্রবীণতম ফুটবলার হিসাবে করলেন এই নজির
আরও পড়ুন: Sachin Tendulkar on MCC's law updates: 'আমি একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করিনি'