Joe Root | Sachin Tendulkar: `ক্রিকেট ঈশ্বর`কে দেখেই বেড়ে ওঠা! আজও স্রেফ সচিনপ্রেমেই ডুবে রুট
Joe Root On Sachin Tendulkar: ইংল্যান্ডের নক্ষত্র ব্যাটার জো রুট জানিয়ে দিলেন যে, তাঁর কাছে অনুপ্রেরণার নাম সচিন তেন্ডুলকর। এই প্রজন্মের অন্যতম সেরা ব্য়াটার স্রেফ সচিনপ্রেমেই ডুবে আছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root) এই প্রজন্মের অন্যতম সেরা। ক্রিকেটের 'বিগ ফোর' বললেই ভারতের বিরাট কোহলি (Virat Kohli), অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (Steve Smith) ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের (Kane Williamson) সঙ্গেই নাম উচ্চারিত হয় ইংল্য়ান্ডের রুটেরও। সেই রুট আজও মজে আছেন সচিন তেন্ডুলকরেই (Sachin Tendulkar)। ব্রিটিশ মহানক্ষত্র এই মুহূর্তে ওয়ার্ল্ড আইএলটি২০ (WORLD ILT20) খেলছেন দুবাই ক্যাপিটালসের (Dubai Capitals) হয়ে। আবু ধাবি নাইট রাইডার্সের (Abu Dhabi Knight Riders) বিরুদ্ধে ম্যাচে নামার আগে কথা বললেন 'লিটল মাস্টার'কে নিয়ে। রুট সাফ বলছেন যে, 'ক্রিকেট ঈশ্বর'কে দেখেই বেড়ে উঠেছেন তিনি।
সচিনপ্রেমে ডুবে রুট বলেন, 'অসাধারণ সব প্লেয়াররা রয়েছে। তবুও সচিন যা অর্জন করেছেন তা অবিস্মরণীয়। এত অল্প বয়সে ক্রিকেট খেলা শুরু করে, ওরকম উচ্চ পর্যায়ে নিজেকে ধরে রাখা সহজ ব্যাপার নয়। এরকম বহু সময় গিয়েছে যে, নিজের কাঁধে সচিন চাপ নিয়ে খেলে গিয়েছেন। ২০ বছর ধরে সেটা করেছেন তিনি। তিনি যখন অভিষেক করেছিলেন, তখন আমি জন্মাইওনি। আমার বড় হয়ে ওঠা সচিনকে দেখেই এটা কোথায় বুঝিয়ে দেয় যে, সচিন ভারতীয় ক্রিকেটের জন্য দীর্ঘ সময়ে ধরে কী খেলাটাই না খেলেছেন। প্রকৃত অর্থেই গ্রেট বলতে যা বোঝায়, সচিন তাই। শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, সচিন বিশ্বক্রিকেটেও তাঁর অবদান রেখেছেন।'
সেই ২০২১ সাল থেকে রুটের ব্যাট আগুন জ্বালাচ্ছে। ভারতের বিরুদ্ধে রুট ২৫টি টেস্ট খেলে ৯টি সেঞ্চুরি করেছেন। ভারতের বিরুদ্ধে কোনও ব্যাটার এই সংখ্যক টেস্ট শতরান করতে পারেননি। গতবছরই রুট টেস্টে ১০ হাজার রানের মালিক হয়েছিলেন। রুটের রানমেশিন নাম একেবারেই স্বার্থক। গত জুলাইয়ে ভারতের বিরুদ্ধেই রুট কেরিয়ায়ের ২৮ তম শতরান হাঁকান। কোহলি ও স্মিথকে টপকেই রুট লাল বলের ক্রিকেটে ২৮ নম্বর সেঞ্চুরিটি করেছিলেন। যদিও এই মুহূর্তে স্মিথের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩০। কোহলির ২৭।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)