নিজস্ব প্রতিবেদন: ক্রিস লিনের চোট নিয়ে ইতিমধ্যেই সংশয়ে আইপিএলের কলকাতা দল। এরই মধ্যে ক্যালিসের দলের জন্য খারাপ খবর শোনালেন অজি স্পিড স্টার মিচেল জনসন। জিমে গিয়ে মাথা ফেটেছে এই বাঁ হাতি তারকার। মাথায় পড়েছে ১৬ টা সেলাই। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুর্ঘটনার ছবি নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করছেন এই প্রাক্তন মুম্বই তারকা। ওই পোস্টে মিচেল জনসন জানিয়েছেন, "আপনি যদি রক্ত দেখতে ভয় পান এবং কাটাছেড়া অপছন্দ করেন তাহলে এই ছবি একেবারেই দেখবেন না। আমি জানি, নিজের সঙ্গে একেবারেই ভাল করিনি।" যদিও জনসন জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।


আরও পড়ুন-  সচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বিরাট,দাবি জ্যোতিষীর


উল্লেখ্য, আগামী মাসেই আইপিএল খেলতে ভারতে আসার কথা মিচেল জনসনের। মুম্বইয়ের বদলে এবার তাঁর ডেসটিনেশন 'সিটি অব জয়'। ২ কোটি টাকার বিনিময়ে সচিনের শহর ছেড়ে দাদার শহরে পা রাখবেন জনসন। যদিও মুম্বই ছাড়াও প্রীতির পঞ্জাবেও খেলেছেন তিনি। এরই মধ্যে কলকাতা ফ্যানদের মধ্যে চিন্তা বাড়াল স্টার্কের সতীর্থের আঘাত। কাঁধের চোটের কারণে আগেই মন খারাপ করে বসে আছে নাইট শিবির। এবার আবার মিচেল জনসনের মাথায় আঘাত! তবে চিকিৎসকদের মতে, দু'সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এই অজি স্পিড স্টার। 


আরও পড়ুন-  মাধ্যমিকের প্রশ্নপত্রে ১০ নম্বরের বিরাট