নিজস্ব প্রতিবেদন : হোলির দিনই আই লিগের রঙ হয়ে গেছে সবুজ মেরুন । ২০১৫ সালের পর আবার ২০২০ । পাঁচ বছর পর দ্বিতীয় বার আই লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান  তাও আবার চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন। বাগানের এমন সাফল্যকে কুর্নিশ জানাচ্ছেন মোহন জনতার নয়নের মণি ব্যারেটো।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দু বার আই লিগ জয়ের আগে মোহনবাগান জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তিন বার- ১৯৯৭-৯৮ ,১৯৯৯-২০০০ এবং ২০০১-০২সালে। তার মধ্যে ১৯৯৯-২০০০ এবং ২০০১-০২ মরশুমে জাতীয় লিগ জয়ী মোহনবাগানের সদস্য ছিলেন হোসে রামিরেজ ব্যারেটো। জাতীয় লিগ এবং আই লিগ মিলিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান। কাজটা মোটেই সহজ নয় বলছেন তিনি। ভিডিয়ো বার্তায় অভিনন্দন জানালেন বাগানের সবুজ তোতা।


 




তিনি বলেন, "আবার আই লিগ জেতার জন্য গোটা মোহনবাগান পরিবারকে শুভেচ্ছা। জার্সির লোগোতে পাঁচটা স্টার নিয়ে আসা ওত সহজ কাজ নয়। একমাত্র দুরন্ত টিম বন্ডিং-এর ফলেই এই সাফল্য এসেছে, সব সম্ভব হয়েছে। পরের ম্যাচই ডার্বি। জেতার অভ্যেস বজায় রাখতে হবে। ডার্বিতে দেখা হবে... জয় মোহনবাগান। "  


আরও পড়ুন - আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান; শুভেচ্ছা বার্তা সোনি নর্ডি, করিম বেঞ্চারিফার