আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান; শুভেচ্ছা বার্তা সোনি নর্ডি, করিম বেঞ্চারিফার
মালয়েশিয়া লিগে নিজের দলের খেলার ব্যস্ততার মধ্যেও বেইটিয়াদের দিকে নজর ছিল হাইতিয়ান ম্যাজিশিয়ানের।
নিজস্ব প্রতিবেদন : শিলিগুড়ির ডার্বিতে গোলের পর তার স্টেইনগান সেলিব্রেশন এখনও মোহনবাগান সমর্থকদের হৃদয়ে। প্রথমবার সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েই ২০১৪-১৫ মরশুমে মোহনবাগানকে আই লিগ এনে দিয়েছিলেন সোনি নর্ডি। পাঁচ বছর পর আবার আই লিগ জয় শতাব্দীপ্রাচীন ক্লাবের।
মালয়েশিয়া লিগে নিজের দলের খেলার ব্যস্ততার মধ্যেও বেইটিয়াদের দিকে নজর ছিল হাইতিয়ান ম্যাজিশিয়ানের। পাঁচ বছরে দ্বিতীয়বার আই লিগ জিতে নিয়েছে মোহনবাগান। হোলির দিন আইজল এফসিকে হারাতেই চার ম্যাচ বাকি থাকতেই লিগ জিতে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। কোটি কোটি মোহনবাগান সমর্থকদের মতোই সোনিও মোহনবাগানের লিগ জয়ের সঙ্গে সঙ্গেই ক্লাব কর্তা, ফুটবলারদের পাশাপাশি সমর্থকদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।
Champions of India.. congratulations all @mohunbaganac supporters, staff and players... joy Mohun bagan pic.twitter.com/2cj43KLReT
— Sony Norde (@sony_norde_16) March 10, 2020
@Mohun_Bagan @MohunBaganSMS @MohunBaganFans @MohunNews @mohunbaganac Congratulations to the Staff, Players, Management & to the millions of FANS all over the World.. Happy for you! pic.twitter.com/RtlRKX3Sk8
— Karim Bencherifa (@KarimBencherifa) March 11, 2020
সোনির পাশাপাশি মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফাও মোহনবাগানের আই লিগ জয়ে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।
আরও পড়ুন - শতাব্দী প্রাচীন মোহনবাগানের হাত ধরেই দ্বিতীয়বার কলকাতায় এল আই লিগ