হার হজম করে বিনয়ের অহং, `জাস্ট চিল`
হারের জন্য নিজেকে দায়ী করতে নারাজ নাইটদের ফাস্ট বোলার বিনয় কুমার।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাতে নাইটদের নায়ক যদি হয়ে থাকেন রাসেল তাহলে 'খলনায়ক' অবশ্যই বিনয় কুমার। ম্যাচ জিততে শেষ ওভারে যখন ধোনিদের দরকার ছিল ১৭ রান, তখন প্রথম ডেলিভারিতেই নো বল 'উপহার' দিয়ে ম্যাচের রাশ ব্র্যাভোদের হাতে তুলে দেন বিনয়। শেষে এক বল বাকি থাকতেই চিপক স্টেডিয়ামে ছক্কা হাঁকিয়ে প্রথম হোম ম্যাচে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। জলে যায় রাসেলের ছক্কা বৃষ্টির ইনিংস। আর বিনয়ের এই ব্লান্ডারে কাজেই এল না নারিনের অনবদ্য স্পেলও। যদিও এই হারের জন্য নিজেকে দায়ী করতে নারাজ নাইটদের ফাস্ট বোলার।
আরও পড়ুন- ওয়ার্নার, স্মিথ আর ব্যানক্রফটের সঙ্গে চুক্তি বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া
খেলায় এমন হয়েই থাকে, সাফ কথা বিনয় কুমারের। দীনেশ কার্তিকের হোম গ্রাউন্ড চিপক স্টেডিয়ামে জেতা ম্যাচ হেরে নাইট অনুরাগীদের উদ্দেশে বিনয়ের টুইট, "সহজভাবে নাও, এটা একটা খেলা মাত্র।" এরপরই সুর চড়িয়ে তাঁর পাল্টা আক্রমণ, "যখন আমি বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯ রান ডিফেন্ড করেছি, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রান ডিফেন্ড করেছি, কোথায় ছিলে তোমরা? অনেকসময়ই পরিস্থিতি অনুকূল হয় না। চিল কর..."।