নিজস্ব প্রতিবেদন : ১৯৯৬ সাল থেকে দেশের এক নম্বর লিগ। কিন্তু আচমকাই অপমৃত্যু হল আই লিগ-এর। আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণা করেছে ফেডারেশন। ভারতের সিনিয়র মোস্ট টুর্নামেন্ট এখন আইএসএল।  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে আইএসএল চ্যাম্পিয়নরা। এআইএফএফ-এর তরফে সে কথা জানানো হয়েছিল। এতদিন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালাফায়ার খেলার সুযোগ পেত আই লিগ চ্যাম্পিয়ন দল। এবার থেকে সেই সুযোগ পাবে আইএসএল চ্যাম্পিয়ন দল। মার্কেটিং পার্টনার-এর দাবি মেনে আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণা করা হয়েছে। ফলে আই লিগকে বাঁচানোর জন্য ক্লাব জোটের লড়াই এখন ব্যাকফুটে বলা চলে। আই লিগকে বাঁচানোর জন্য প্রধামন্ত্রী দ্বারস্থ হয়েছিল ক্লাব জোট। শেষ পর্যন্ত বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গীয় ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্তাদের সঙ্গে এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় বসলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অবশেষে মুখ খুললেন রবি শাস্ত্রী, শোনালেন টিম ইন্ডিয়ার সংসারে অভাবের কথা



কলকাতার হিন্দুস্থান ক্লাবে মোহনবাগান, ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে এই প্রসঙ্গে আলোচনায় বসেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। আই লিগ বাঁচাতে নিজেদের লড়াইয়ের দিশা ঠিক করার জন্য এর আগেও একাধিকবার নিজেদের মধ্যে আলোচনায় বসেছিল আই লিগের ক্লাব জোট। কোয়েস ইস্টবেঙ্গল এফসি-র চেয়ারম্যান অজিত আইজ্যাক,  মোহনবাগানের দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস, মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজসহ চার্চিল আর গোকুলামের প্রতিনিধিরাও ছিলেন সেই আলোচনায়। পাশে থেকেছে নেরোকাও। এবার আসরে নামলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মোহনবাগানের দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোসের সঙ্গে ইস্টবেঙ্গলের দেবব্রত দেবব্রত সরকার ও ড. শান্তিরঞ্জন দাশগুপ্তের সঙ্গে আলোচনা সভায় রয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ও কল্যাণ চৌবে।