নিজস্ব প্রতিবেদন: প্রথম বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev) আজ ৬২-তে পা দিলেন। ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয় কপিল দেবের (Kapil Dev) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। দেশবাসীকে প্রথম বিশ্বজয়ের আনন্দ উপহার দেওয়া কপিল দেবকে  (Kapil Dev) তাঁর ৬২ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৯০৩১ আন্তর্জাতিক রান। ৬৮৭ আন্তর্জাতিক উইকেট। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে তে ২০০ উইকেট নিয়েছিলেন কপিল দেব। টেস্টে ৪০০-র বেশি উইকেট নেওয়া এবং ৫০০০-এর বেশি রান করা একমাত্র ক্রিকেটার হলেন কপিল দেব (Kapil Dev)।  ১৩১ টেস্টে ৫২৪৮ রান এবং ৪৩৪ উইকেট নিয়েছেন হরিয়ানা হ্যারিকেন।


 



আরও পড়ুন -  Ind Vs Aus: কব্জি মচকে গুরুতর চোট, Australia-র বিরুদ্ধে সিরিজ থেকে বাদ ভারতীয় তারকা



 



 


ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Schin Tendulkar) সকলেই কপিলকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।


আরও পড়ুন - সিদ্ধান্ত পরিবর্তন, আজ হাসপাতাল থেকে ফিরছেন না সৌরভ