জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের শেষে বা আগামী বছরের দ্বিতীয় মাসে হতে পারে আইপিএল মেগা নিলাম। জানা যাচ্ছে, এবার দল গোছানোর জন্য় টিমগুলির হাতে থাকছে ১২০ কোটি টাকা করে। একাধিক ক্রিকেটারকে ছেড়ে একেবারে নতুন করে দল গোছাতে তৈরি ১০ ফ্র্য়াঞ্চাইজি! তিনবারের চ্য়াম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও ভীষণ ভাবে চমকে দিতে মরিয়া। প্রাক নিলাম আবহে বাজারে একাধিক খবরই শোনা যাচ্ছে। আর তার মধ্য়ে এমন এক খবর চলে এল যা, ঝড় তুলে দিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নেতৃত্বের দৌড়ে এগিয়েও পপাত চ! কীভাবে হার্দিককে মাত সূর্যর? এল চাঞ্চল্যকর রিপোর্ট!


শোনা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) টিম নাকি সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দিয়েছে কলকাতায় ফেরার প্রস্তাব। কেকেআর জানিয়েছে যে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) স্টার সূর্য এলে তাঁকেই করা হবে দলের অধিনায়ক! বিশ্বের ২ নম্বর টি-২০ ব্য়াটার ২০১৪-২০১৭ পর্যন্ত খেলেছেন কেকেআরে। তাঁকে ছেড়ে দেওয়া নাইটদের ঐতিহাসিক ভুল হিসেবেই দেখা হয় আইপিএলে। কেকেআর এবার ভুল শুধরে নিতে চাইছে। এখন প্রশ্ন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এর পর যাঁর হাত ধরে কেকেআর আইপিএল জিতেছে, সেই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কী হবে! জানা যাচ্ছে দল বদলাবদলি হবে শ্রেয়স-সূর্যর। কেকেআর ক্য়াপ্টেন নাকি খেলবেন মুম্বইয়ের হয়ে! এই বদলে দুই দলই নড়ে যাবে। 


রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত মোটেই ভালো ভাবে নেননি রোহিত, জসপ্রীত বুমরা ও সূর্য। অনেক আগেই থেকে জানা যাচ্ছিল যে, রোহিতের পাশাপাশি সূর্য-বুমরাও নাকি মুম্বইতে আর থাকতে রাজি নন কোনও মতেই। ভারতকে টি-২০ বিশ্বকাপ জিতিয়েই রোহিত  মিডিয়াকে চমকে দিয়ে বলেছিলেন, তিনিও বিরাট কোহলির  মতোই দেশের জার্সিতে শেষ টি-২০ ম্য়াচ খেলে ফেললেন। আন্তর্জাতিক আঙিনায় সংক্ষিপ্ত ফরম্য়াটকে আলবিদা বলেছেন হিটম্য়ান।দেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন হার্দিক। দুয়ে ছিলেন সূর্যকুমার। এরপর দৌড়ে ছিলেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা ও শুভমন গিল , কিন্তু সবাইকে পিছনে ফেলে রোহিতের জুতোয় পা গলালেন SKY! অধিনায়ক হয়েই তাঁর নেতৃত্বে ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করেছে।


আরও পড়ুন: 'ঘরের ছেলে'কে ছাড়ছে KKR! মানসিক ভাবে তৈরি নাইট যোদ্ধা, এখনই জানালেন পরের গন্তব্য


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)