I LEAGUE 2019-20: বড় ম্যাচে বেইটিয়ার গোলে হাফ-টাইমে এগিয়ে মোহনবাগান
প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।
নিজস্ব প্রতিবেদন : ফেভারিটের মতোই বড় ম্যাচে প্রথমার্ধে খেলল মোহনবাগান। বল পজেশনে ইস্টবেঙ্গেলর থেকে অনেকটাই এগিয়ে ও তারা। তবে খেলা শুরুর প্রথমেই সেট পিস থেকে বেশ কয়েকটি সুযোগ পায় ইস্টবেঙ্গল।
এরপরেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় মোহনবাগানের মাঝমাঠের ফুটবলারদের পায়ে। ১৮ মিনিটে নওরেমের ক্রস থেকে হেডে গোল জোসেবা বেইতিয়ার। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
২৫ মিনিটে কোলাডোর মাথা ফাটে। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেজ করে আবার মাঠে নামেন হেইমি কোলাডো।
আর ৩৮ মিনিটে অফ সাইডের জন্য আরও একটি গোল বাতিল হয় মোহনবাগানের। প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে মোহনবাগান।