নিজস্ব প্রতিবেদন: ৬ ডিসেম্বর থেকে ১২ দল নিয়ে শুরু হয়েছে কোভিড-কালের আইএফএ শিল্ড। আইএফএ এবার বিশেষ সম্মান জানাচ্ছে প্রয়াত কিংবদন্তি পিকে বন্দোপাধ্যায় এবং চুনী গোস্বামীকে। পিকে-চুনীর পাশাপাশি এবার প্রয়াত কৃশানু দে-কে সম্মান জানাতে চলেছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - 'Switch Hit' নিয়ে চ্যাপেলকে পাল্টা দিলেন সৌরভ


আইএফএ শিল্ডের সেরা কোচকে প্রদীপ কুমার বন্দোপাধ্যায়ের নামে পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার সেরা ফুটবলারকে চুনী গোস্বামী পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে IFA শিল্ডের সর্বোচ্চ গোলদাতাকে কৃশানু দে-র নামে ট্রফি দেওয়া হবে।


কৃশানু দে ২০০৩ সালে মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত হন। তাঁর মৃত্যুর এত বছর পরেও ভারতীয় ফুটবল তাঁকে মনে রেখেছে। তাঁর বাঁ পায়ের ফুটবলে মোহিত ছিল আপামর বাংলার ফুটবলপ্রেমী।


সেই সঙ্গে এবার আইএফএ শিল্ডের ফেয়ার প্লে ট্রফি প্রয়াত চিত্র সাংবাদিক রনি রায়ের নামে নামাঙ্কিত করা হয়েছে।



আরও পড়ুন - অলিম্পিকে ব্রেকড্যান্স! যুব সমাজকে যুক্ত করতে বিশেষ পদক্ষেপ IOC-র