নিজস্ব প্রতিবেদন: রবির রাতে লা লিগা (La Liga) রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী থাকল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) ৩-৩ ড্র করল লেভান্তের (Levante) সঙ্গে। এদিন ম্যাচের ৫ মিনিটে গ্যারেথ বেল গোল করলে অ্যানসেলোত্তির টিমকে এগিয়ে দেন। 'ওয়েলস উইজার্ড' ২০১৯ সালের পর এই প্রথম লা লিগায় গোলের দেখা পেলেন। করিম বেঞ্জেমার থেকে বল ধরে দুরন্ত ফিনিশ করেন বেল। গোটা প্রথমার্ধেই দারুণ আধিপত্য নিয়ে খেলল রিয়াল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Premier League: ড্র করল Manchester United, দুরন্ত জয় পেল Chelsea


দ্বিতীয়ার্ধেই খেলার মোড় ঘুরে যায়। পুরোপুরি বদলে যায় লেভান্তে। বিরতির পরে খেলা শুরু হতেই রজার মার্তির গোল করে সমতা ফেরান লেভান্তেকে। ৫৭ মিনিটে হোসে ক্যাম্পানার গোলে লেভান্তে নিজেদের ঘরের মাঠে ২-১ এগিয়ে যায়। বেলের পরিবর্তে নামা ভিনিসিয়াস জুনিয়র ৭৩ মিনিটে গোল করে রিয়ালকে খেলার মধ্যে রাখেন। সমানে সমানে টক্কর যেন এক অন্য পর্যায়ে চলে যাচ্ছিল, যত সময় গড়াচ্ছিল। ৭৯ মিনিটে রবার পিয়েরের গোলে ফরে লেভান্তে এগিয়ে যায়। ম্যাচের ৮৫ মিনিটে দুরন্ত ফিনিশিংয়ে ফের দলকে সমতায় ফিরিয়ে হারা ম্যাচ ড্র তে বদলে দেন ভিনিসিয়াস।


২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুয়ে নম্বরে উঠে এল রিয়াল। সমসংখ্যক পয়েন্টে বার্সেলোনাও কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা তিনে। টানা জোড়া জয়ে ৬ পয়েন্ট নিয়ে মগডালে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)