জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পিভি সিন্ধুর (PV Sindhu) পর এবার সোনার দৌড়ে লক্ষ্য সেন (Lakshya Sen)। আলমোরার বছর কুড়ির ব্যাডমিন্ট খেলোয়াড় রবিবাসরীয় ফাইনালে ২১-১০, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারিয়েছেন সিঙ্গাপুরের জিয়া হেং টেকে (Jia Heng Teh)। 'ওয়ান্ডার কিড' লক্ষ্য ফাইনালে হেরে গেলেও রুপো নিয়েই দেশে ফিরবেন। ইতিমধ্যেই লক্ষ্য দলগত মিক্সড ইভেন্টে রুপো জিতেছেন। সিন্ধু সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী জিয়া মিন ইয়োকে হারিয়ে ফাইনালে গিয়েছেন। সিন্ধু জিতেছেন ২১-১৯, ২১-১৭ ব্যবধানে। চলতি বছর ব্যাংককে অনুষ্ঠিত থমাস কাপে দলীয় ইভেন্টে সোনা জিতেছেন। এবার দেখা যাক লক্ষ্য সেন কমনওয়েলথে সোনা জেতেন কিনা!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:PV Sindhu, CWG 2022: কঠিন লড়াই জিতে কমনওয়েলথে সোনার দৌড়ে সিন্ধু


অন্যদিকে পুরুষদের অপর ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত ফের হারলেন জে ইংয়ের কাছে। হাড্ডাহাড্ডি ম্যাচে জে ইয়ং ১৩-২১, ২১-১৯ ও ২১-১০ জেতেন। শ্রীকান্ত যদি জিততে পারতেন তাহলে ফাইনালে দুই ভারতীয়র মধ্যে লড়াই দেখা যেত। কিন্তু 'অল ইন্ডিয়ান অ্যাফেয়ার' হচ্ছে না। শ্রীকান্ত-লক্ষ্যের মুখোমুখি হওয়া হচ্ছে না। শ্রীকান্ত গতবার কমনওয়েলথে মিক্সড টিম ইভেন্টে সোনা পাওয়ার সঙ্গে ব্যক্তিগত দক্ষতায় রুপো জেতেন তিনি। চলতি বছর মিক্সড টিম ইভেন্টে রুপো পেলেও, ব্যক্তিগত দক্ষতায় তাঁর পদক জেতা হল না।


আরও পড়ুন: CWG 2022: এলধোস পলদের হাত ধরে ইতিহাস গড়ল ভারতের অ্যাথলেটিক্স দল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)