CWG 2022: এলধোস পলদের হাত ধরে ইতিহাস গড়ল ভারতের অ্যাথলেটিক্স দল
ট্রিপল জাম্পে সোনা এবং রুপো দু’টি ভারতের নামে লেখা থাকল। সোনা জিতলেন এলধোস পল। রুপো পেলেন আবদুল্লা আবুবাকের। অল্পের জন্য এই বিভাগে ব্রোঞ্জ হাতছা়ড়া হয়ে গেল। পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি কমনওয়েলথে (Commonwealth Games 2022) দশম দিন ভারতের ঘরে এল আরও পদক। এ বার অ্যাথলেটিক্সের (Athletics) হাত ধরে তিনটি পদক জিতল ভারতীয় দল (Team India)। সোনা জিতে নজির গড়লেন এলধোস পল (Eldhose Paul)। রুপো পেলেন আবদুল্লা আবুবাকের (Abdullah Aboobacker)। অন্যদিকে ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার (Sandeep Kumar)।
ট্রিপল জাম্পে সোনা এবং রুপো দু’টি ভারতের নামে লেখা থাকল। সোনা জিতলেন এলধোস পল। রুপো পেলেন আবদুল্লা আবুবাকের। অল্পের জন্য এই বিভাগে ব্রোঞ্জ হাতছা়ড়া হয়ে গেল। পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার।
Eldhose Paul moves to Gold Medal position with that huge 17.03m jump in the final of Men's Triple Jump at the #CommonwealthGames2022 @birminghamcg22 pic.twitter.com/HpjXuZcOmr
— Athletics Federation of India (@afiindia) August 7, 2022
আরও পড়ুন: CWG 2022 : সবিতা পুনিয়ার দুরন্ত সেভে ব্রোঞ্জ জিতল ভারতের মহিলা দল
আরও পড়ুন: Amit Panghal, CWG 2022 : অমিত, নীতুর হাত ধরে জোড়া সোনা ভারতের ঘরে
ট্রিপল জাম্পে প্রথম প্রয়াসে ব্যর্থ হন এলধোস। মাত্র ১৪.৬২ মিটার লাফান তিনি। তবে দ্বিতীয় প্রয়াস থেকে তাঁর পারফরম্যান্সে উন্নতি ঘটে। ১৬.৩০ মিটার লাফান তিনি। তৃতীয় প্রয়াসে ১৭.০৩ মিটার লাফান। এর ফলেই সোনা নিশ্চিত করলেন এই অ্যাথলিট। আবদুল্লা পঞ্চম প্রয়াসে ১৭.০২ মিটার লাফান। ফলে রুপোতে নাম লেখান তিনি।
ভারতের আর এক প্রতিযোগী সন্দীপ কুমার দশ হাজার মিটার রেস ওয়াকে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেলেন। অনেকক্ষণ দ্বিতীয় স্থানে ছিলেন তিনি, শেষ পর্যন্ত তৃতীয় হলেন সন্দীপ। ব্যক্তিগত সেরা করে ৩৮:৪৯.২১ সময় করে।