ওয়েব ডেস্ক: অলিম্পিকের আগে খারাপ খবর লিয়েন্ডার পেজের। উইম্বলডনে পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন লিয়েন্ডার ও তাঁর পোলিশ জুটি মাতকোস্কি। লিয়েন্ডারদের ৬-৩,৬-২ স্ট্রেট সেটে হারালেন কোনতাইন ও পিয়ার্স। একেবারেই ছন্দে ছিলেন না লিয়েন্ডাররা। একগাদা আনফোর্সড এররের মাশুল দিতে হল। অলিম্পিকের এই ফর্ম স্বস্তিতে রাখবে না লিয়েন্ডারকে।  মহিলাদের ডাবলসে অব‍শ্য সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠছেন সানিয়া মির্জা-মার্টিন হিঙ্গিস জুটি।


এদিকে, পুরুষদের সিঙ্গলসে নোভাক জকোভিচের হারের পর এখনও পর্যন্ত আজ বড় কোনও অঘটন ঘটেনি। সহজেই চতুর্থ রাউন্ডে উঠলেন সেরেনা উইলিয়ামস।