জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) লিওনেল মেসিকে (Lionel Messi) রাগতে দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসকে (Netharlands) কোয়ার্টার ফাইনালে হারানোর পর ক্ষোভ উগরে দিয়েছিলেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক। আর এবার নিজের দল প্যারিস সঁ জরমঁ-র (Paris Saint-Germain) সতীর্থ বিতিনহার (Vitinha) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন এল এম টেন (LM 10)। বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম এমনটাই দাবি করেছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিগ ওয়ানে পিএসজি-এর (PSG) পরবর্তী প্রতিপক্ষ অলিম্পিক ডি মার্সেই। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিলেন মেসিরা। ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনুশীলন ম্যাচ হলেও বেশ হার্ড ট্যাকেল চলছিল। মেসির বিপক্ষ দলে ছিলেন বিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি। আর্জেন্টিনার অধিনায়ক তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার। অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি। এক সময় ২৩ বছরের সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও জল অবশ্য বেশি দূর গড়াতে দেননি পিএসজির অন্য ফুটবলাররা। দু’জনকে সরিয়ে নিয়ে যান তাঁরা। মেসি এবং বিতিনহাকে শান্ত করেন। 


আরও পড়ুন: BGT 2023: নাগপুর ও দিল্লির বাইশ গজ কেমন? জবাব দিল আইসিসি


আরও পড়ুন: Cameron Gren, BGT 2023: পুরো ফিট হয়েই রোহিতের টিম ইন্ডিয়াকে হুঙ্কার দিলেন ক্যামেরুন গ্রিন


চলতি মরসুমে পিএসজির হয়ে এখনও পর্যন্ত মেসি খেলেছেন ২৭টি ম্যাচ। নিজে করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। অন্য দিকে এই মরসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন বিতিনহা। এখনও পর্যন্ত ক্লাবের হয়ে তিনি খেলেছেন ৩৩টি ম্যাচ। এর মধ্যে ২৮টি ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)