জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৬ সালের বিশ্বকাপে (FIFA World Cup 1986) একজন আর্জেন্টিনাকে (Argentina) দ্বিতীয় বিশ্বকাপ এনে দিয়েছিলেন। তিনি দিয়েগো মারাদোনা (Diego Maradona)। আর একজন দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে নীল-সাদা জার্সির দেশকে এনে দিয়েছেন তৃতীয় বিশ্বকাপ। তিনি লিওনেল মেসি (Lionel Messi)। এহেন 'এলএম টেন' (LM 10) নিজেই মারাদোনাকে নিজের 'ফুটবল আইকন' বলে মনে করেন। তবে মেসির মতো ভাবনায় মশগুল নন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। তাই তাঁর কাছে মারাদোনা নন, মেসিই সেরা। এবং 'ফুটবলের রাজপুত্র' থেকে অনেক এগিয়ে রয়েছেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক। এমনটাই দাবি করলেন স্কালোনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালের স্কালোনির হাতে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছিল সেই দেশের ফুটবল ফেদারেশন। সেই সময় স্কালোনির প্রবল সমালোচনা করেছিলেন মারাদোনা। ৪৪ বছরের স্কালোনিকে কটাক্ষ করে মারাদোনার বার্তা ছিল, "ওর তো ট্রাফিক নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। জাতীয় দলের কোচ হিসেবে ও কীভাবে কাজ করবে! ওকে কোচ হিসেবে আমরা চাই না।" 



আরও পড়ুন: Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?


আরও পড়ুন: Rohit Sharma and MS Dhoni: ধোনির কোন রেকর্ড ভেঙে দিলেন 'হিটম্যান' রোহিত?


সেই স্কালোনির কোচিংয়েই ৩৬ বছর চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস মেগা ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে তাঁর ছেলেরা। সেই স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, মারাদোনা না মেসি কে সেরা? তাঁর জবাব ছিল, "আমার মতে ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট, তবে লিও আমার কাছে স্পেশ্যাল।"  


স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। এরমধ্যে গোল করেছেন ৩২ বার। কাতার বিশ্বকাপে মেসি হয়ে উঠেছিলেন তারকার তারকা। ৮৬-র বিশ্বকাপ যেমন মারাদোনার, তেমনই অনেকে বলছেন, এবারের বিশ্বকাপ মেসির। সেই মেসির মাথাতেই বিশ্বসেরার মুকুট পরিয়ে দিলেন স্কালোনি। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)