Rohit Sharma and MS Dhoni: ধোনির কোন রেকর্ড ভেঙে দিলেন 'হিটম্যান' রোহিত?

বুধবার হেনরি শিপলের একটি ডেলিভারি এক্সট্রা কভারের ওপর দিয়ে গ্যালারিতে ফেলে দিয়ে নতুন কীর্তি গড়লেন রোহিত। ভেঙে দিলেন ধোনির রেকর্ড।  

Updated By: Jan 18, 2023, 03:20 PM IST
Rohit Sharma and MS Dhoni: ধোনির কোন রেকর্ড ভেঙে দিলেন 'হিটম্যান' রোহিত?
ধোনির রেকর্ড ভেঙে দিলেন রোহিত। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালের পর থেকে একদিনের ক্রিকেটে শতরানের মুখ দেখেননি। সেবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে করেছিলেন ১১৯ রান। টেস্টে শেষবার শতরান করেছিলেন ২০২১ সালে। চেন্নাইতে ইংল্যান্ডের (England)বিরুদ্ধে। এরপর থেকে রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটে তিন অঙ্কের রান নেই। তবে এরমধ্যে নিউজিল্যান্ডের (New Zealnd) বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এক অনন্য রেকর্ড গড়ে ফেললেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। ভাঙলেন মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সর্বাধিক ছক্কা মারার রেকর্ড। 

বুধবার হেনরি শিপলের একটি ডেলিভারি এক্সট্রা কভারের ওপর দিয়ে গ্যালারিতে ফেলে দিয়ে নতুন কীর্তি গড়লেন রোহিত। ভেঙে দিলেন ধোনির রেকর্ড।

আরও পড়ুন: Rishabh Pant Health Update: কেমন আছেন পন্থ? কবে হাসপাতাল থেকে মিলবে ছুটি? জেনে নিন মেডিক্যাল আপডেট

আরও পড়ুন: Rafael Nadal, Australian Open 2023: ইন্দ্রপতন! ছিটকে গেলেন গতবারের জয়ী নাদাল, কাঁদলেন তাঁর স্ত্রী

ভারতের মাটিতে ৫০ ওভারের ফরম্যাটে দারুণ রেকর্ড ছিল ধোনির ঝুলিতে। ভারতের মাটিতে এই ফরম্যাটে ১২৩টি ছক্কা মেরেছিলেন 'ক্যাপ্টেন কুল'। সেটাই এতদিন ছিল ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। শিপলেকে মারা ছক্কা ছিল দেশের মাটিতে একদিনের ক্রিকেটে রোহিতের মারা ১২৪তম ছক্কা। ধোনির রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক তৈরি করলেন রোহিত। এরপর আরও একটি ছক্কা মেরে ৩৮ বলে ৩৪ বলে আউট হন রোহিত। ব্লেয়ার টিকনারের বলে আউট হওয়ার আগে ২টি ছক্কা ও ৪টি চার মেরে আউট হন।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)                                                         

.