Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?

লিওনেল মেসির আর্জেন্টিনা যে জুনে ঢাকাতে পা রাখছেন সেই বিষয়ে কোনও নিশ্চয়তাই নেই! এমনকি তাঁর আরও দাবি, তাঁর বক্তব্য নাকি বিকৃত করেছে একাধিক সংবাদ মাধ্যম!

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jan 18, 2023, 01:04 PM IST
Exclusive, Lionel Messi: মেসির আর্জেন্টিনা বাংলাদেশে আসছে! নাকি কাজী সালাউদ্দিন স্টান্টবাজি করেছেন?
বিশ্বজয়ী লিওনেল মেসি ও আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে তীব্র ধোঁয়াশা। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী 

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছবিটা একেবারে বদলে গেল। মঙ্গলবার সন্ধের দিকে একটা খবরে বাংলাদেশ (Bangladesh) তোলপাড় হয়ে যায়। সেই আঁচ এসে পড়েছিল কলকাতাতেও (Kolkata)। পদ্মাপাড়ের দেশের একাধিক সংবাদমাধ্যমকে উদ্ধৃত লেখা হয়েছিল, 'আগামি জুনে বাংলাদেশের মাটিতে পা রাখছে লিওনেল মেসির আর্জেন্টিনা!' সেই খবরে আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (Bangladesh Football Federation) সভাপতি কাজী সালাউদ্দিনের (Kazi Saladuddin) বক্তব্য তুলে ধরা হয়েছিল। যদিও বুধবার সকালে সেই কাজী সালাউদ্দিন জি ২৪ ঘণ্টাকে টেলিফোনে জানিয়ে দিলেন যে, লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) যে জুনে ঢাকাতে পা রাখছেন সেই বিষয়ে কোনও নিশ্চয়তাই নেই! এমনকি তাঁর আরও দাবি, তাঁর বক্তব্য নাকি বিকৃত করেছে একাধিক সংবাদ মাধ্যম! এই খবর ছড়িয়ে দেওয়ার পর অনেকে আবার এটা কাজী সালাউদ্দিনের নতুন স্টান্টবাজি বলে কটাক্ষ করছেন! 

কাজী সালাউদ্দিনের কাছে জি ২৪ ঘণ্টার প্রথম প্রশ্ন ছিল, "মেসি ম্যাচ আয়োজনের ব্যাপারটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কারণ ২০১১ সালের মেসি ও বিশ্বকাপজয়ী মেসির মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ।" বাফুফে-এর প্রধানের প্রতিক্রিয়া ছিল, "আমি এই মুহূর্তে সেই ম্যাচ নিয়ে কোনও বাড়তি আপডেট দিতে পারব না। বেশি কিছু মন্তব্যও করাও সম্ভব নয়। আমাদের কাজ চলছে।" 

তাঁর কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, "কিন্তু আপনার বক্তব্য তো বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে ছেয়ে গিয়েছে। আপনি সেখানে বলেছেন যে, জুন মাসে মেসির আর্জেন্টিনা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে?  কাজী সালাউদ্দিনের জবাব ছিল, "ওটা আমার বক্তব্য নয়। সংবাদমাধ্যমে আমাকে 'মিস কোট' করা হয়েছে। আমি শুধু বলেছিলাম যে, আমরা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলে, তাদের আমাদের দেশে নিয়ে আসার জন্য রাজি করানোর চেষ্টা করছি!" 

সেই উত্তরের পরিপ্রেক্ষিতে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল, "তাহলে আপনিও কি জোর দিয়ে বলতে পারছেন না যে, জুনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসিদের ম্যাচ হচ্ছেই? এই মুহূর্তে কোন অবস্থায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে?" সালাউদ্দিন ফের যোগ করেন, "এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না। আপনি ১০ দিন পরে ফোন করুন, আমি যা বলার বলব। আমি এখন মন্তব্য করার মতো অবস্থায় নেই।" 

আরও পড়ুন: Rohit Sharma and Ravichandran Ashwin, ICC World Cup 2023: ডিউ ফ্যাক্টর ইস্যুতে অশ্বিনের দাবি নিয়ে এবার মুখ খুললেন রোহিত, দিলেন বড় বয়ান!

আরও পড়ুন: Anustup Majumdar, BEN vs HAR: লাহলির বাউন্সি পিচে ফের বাংলার ত্রাতা অনুষ্টুপ, শতরানের পরেও নির্লিপ্ত 'ক্রাইসিস ম্যান'

কাজী সালাউদ্দিন নিজের স্বপক্ষে নতুন যুক্তি দিয়েছেন। তবে এতে চিঁড়ে ভিজছে না। অনেকেই এটাকে কাজী সালাউদ্দিনের নতুন স্টান্টবাজি বলে কটাক্ষ করছেন! কিন্তু কেন? এর নেপথ্যে উঠে আসছে চারটি প্রশ্ন।  

প্রথমত: সালাউদ্দিন নিজেই স্বীকার করেছেন যে, তিনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তাদের সঙ্গে কথা বলে, তাদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছেন। তাহলে সেটাই সত্যি হয়ে থাকে, তাহলে জুন মাসেই যে মেসির দল বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলবে এমন গ্যারান্টি কোথায়?  

দ্বিতীয়ত: ২০১১ সালের সঙ্গে এবারের আর্জেন্টিনার মধ্যে অনেক ফারাক। নাইজেরিয়ার বিরুদ্ধে সেই প্রীতি ম্যাচে মেসি অধিনায়ক হিসেবে সবে তাঁর দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন। আর এবার তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেবার মেসিদের আনতে বাংলাদেশের খরচ হয়েছিল সাড়ে তিন মিলিয়ন ডলার। এবার তাদের আনতে হলে আরও অনেক টাকা দিতে হবে। সেই টাকার অঙ্কই তো সালাউদ্দিন বলতে পারছেন না। তাহলে এমন মেগা ম্যাচ আয়োজনের নিশ্চয়তা কতটা? 

তৃতীয়ত: বঙ্গবন্ধু স্টেডিয়ামে এখন সংস্কারের কাজ চলছে। তাই প্রশ্ন মেসিরা বাংলাদেশে পা রাখলে কোথায় খেলবেন? বাফুফে নাকি জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরী ভিত্তিতে স্টেডিয়াম সংস্কার করতে বলেছে। কারণ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের উপাদান না থাকলে খেলা তো অনেক দূরের কথা, মেসির আর্জেন্টিনা তো বাংলাদেশে পা-ই রাখবে না। 

চতুর্থত: এবার প্রশ্ন হল আর্জন্টিনার প্রতিপক্ষ কে হবে? শোনা যাচ্ছে এই প্রীতি ম্যাচে মেসিরা নিজেদের প্রতিপক্ষ ঠিক করে নেবে। অর্থাৎ আর্জেন্টিনা কোন দলের বিরুদ্ধে মাঠে নামতে চায়, এর একটা লিস্ট বাফুফে-কে পাঠিয়ে দেবে। এবার সেই দলগুলোর সঙ্গে যোগাযোগ করবে বাফুফে। এরমধ্যে যে দল যদি খেলতে রাজি হবে, তাদের বিরুদ্ধে খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। ম্যাচ খেলতে গেলে তো দুটি দলের প্রয়োজন। সেটা সবাই জানে। মেসিরা তো নিজেদের মধ্যে ভাগাভাগি করে দল বানিয়ে বাংলাদেশে খেলতে আসবেন না! তাই প্রশ্ন হল আর্জেন্টিনার বিপক্ষ দলই যখন ঠিক হয়নি, তখন আবার প্রশ্ন এই আয়োজনের গ্যারান্টি কতটা? 

তাই অনেকেই মনে করছে এটা কাজী সালাউদ্দিনের নতুন স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.