মানবিক মেসি, করোনা চিকিত্সায় জন্মশহরের হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলএমটেন
লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ফলে সেখানে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলিকে হিমশিম খেতে হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাসের মোকাবিলায় ফের মেসির মানবিক মুখ দেখল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামার আগে বার্সেলোনার আর্জেন্টিনিয় তারকা করোনা চিকিত্সায় নিজের জন্মশহর রোজারিও-র হাসপাতালে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ৫০ টি ভেন্টিলেটর দিলেন এলএমটেন।
লাতিন আমেরিকায় করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ফলে সেখানে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলিকে হিমশিম খেতে হচ্ছে। এবার আর্জেন্টিনার রোজারিও শহরের এক হাসপাতালে চিকিত্সার জন্য ৫০টি ভেন্টিলেটর দিলেন লিওনেল মেসি। মে মাসেও মেসির ফাউন্ডেশন থেকে কৃত্রিম ভেন্টিলেটর দান করা হয়েছিল।
এর আগে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মিলিয়ন ইউরো দান করেন আর্জেন্টিনিয় সুপারস্টার। মেসির দেওয়া অর্থ ভাগ করে দেওয়া হয় বার্সেলোনার এক হাসপাতাল আর আর্জেন্টিনার মেডিকেল সেন্টারে।
আরও পড়ুন - বাগানেই থেকে গেলেন শেখ সাহিল!