নিজস্ব প্রতিবেদন: ক্লাব ফুটবলে একের পর এক খেতাব জিতলেও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির বড় সাফল্য বলতে অলিম্পিকে সোনার পদক আর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ফিফা বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা কোনটাই জিততে পারেননি লিওনেল মেসি। দুই ক্ষেত্রেই কাছাকাছি গিয়েও খেতাব হাতছাড়া হয়েছে এলএমটেন-এর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৪ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হার। আর  তারপর দুবার কোপা আমেরিকার ফাইনালে উঠেও চিলির কাছে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় ধরাশায়ী হয়েছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর শেষবার কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাফল্য ১৯৯৩ সালে। ২৭ বছর ট্রফির মুখ দেখেনি মারাদোনার দেশ।



করোনা মহামারীর কারণে ২০২০ সালের কোপা আমেরিকা পিছিয়ে গিয়েছে ২০২১ সালে। পরের বছর ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বেরআসর বসবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ায়। এবার মেসির বিশ্বাস যে ২০২১ সালেই ট্রফির খরা কাটবে আর্জেন্টিনার।



Goal.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান, আগামী কোপা আমেরিকা নিয়ে বেশ অঙ্ক কষে এগোচ্ছেন তিনি। তিনি মনে করেন, দেশের কোচ লিওনেল স্ক্যালোনি এবং তাঁর কোচিং স্টাফ যদি পরিকল্পনা করে এগোতে পারে তাহলে ট্রফি জয় সম্ভব। মেসির বিশ্বাস বর্তমান দলটি বড় কিছু অর্জনে সক্ষম হবে। এই দলটিকে নিয়ে মেসি আত্মবিশ্বাসী। সামনেই ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বে ম্যাচগুলো রয়েছে, তারপরেই কোপা আমেরিকা। এবার আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মেসি।



আরও পড়ুন - IPL 2020: আমিরশাহিতে গরম থেকে বাঁচতে জলে নেমে পড়লেন বিরাটরা