IPL 2020: আমিরশাহিতে গরম থেকে বাঁচতে জলে নেমে পড়লেন বিরাটরা
২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে উঠলেও এখনও আইপিএল জিততে পারেনি আরসিবি। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া বিরাটরা।
নিজস্ব প্রতিবেদন: দরজায় কড়া নাড়ছে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহিতে হইহই করে শুরু হয়ে যাবে ক্রোড়পতি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগে আমিরশাহির গরমের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত সব দলের ক্রিকেটাররা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির ফাঁকে তীব্র গরম থেকে বাঁচতে পুল সেশনে সময় কাটালেন বিরাট অ্যান্ড কোম্পানি।
সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এর ১৩ তম সংস্করণ শুরু হওয়ার আগে চনমনে মেজাজে রয়েছে আরসিবি শিবির। ২১ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের আইপিএল-এ অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।
২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে ফাইনালে উঠলেও এখনও আইপিএল জিততে পারেনি আরসিবি। এবার ট্রফি খরা কাটাতে মরিয়া বিরাটরা। এবারের প্রস্তুতিতে বেশ খুশি অধিনায়ক বিরাট কোহলি। ২০১৬ সালের পর এমন ব্যাল্যান্স দল তিনি পাননি বলেও জানিয়েছেন। এবারে তাঁর দল ভাল কিছু করবে আশাবাদী কিং কোহলি।
আরও পড়ুন - পাঠানকোটে রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় গ্রেফতার তিন