জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ব্যালন ডি'ওর (Ballon d'Or), বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের সম্মান হিসেবে যে ট্রফিকে গণ্য করা হয়। ২০২২-২৩ মরসুমে কে জিতবেন ব্যালন ডি'ওর? মনোনীতদের নামের তালিকা ঘোষিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। আর ৩০ অক্টোবর জানা যাবে পুরস্কার প্রাপকের নাম। গতবার রিয়াল মাদ্রিদের (Real Madrid) করিম বেঞ্জেমা (Karim Benzema) এই পুরস্কার পেয়েছিলেন। তবে ফরাসি তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দেখানো পদাঙ্ক অনুসরণ করে চলে এসেছেন সৌদি আরবে। খেলবেন আল ইতিহাদের (Al Ittihad) হয়ে। তবে বেঞ্জেমা এবার ট্রফি ধরে রাখবেন না বলেই খবর। এবার  ব্যালন ডি'ওর জেতার দৌড়ে ভীষণ ভাবে রয়েছেন দুই ফুটবলার। একজন কিংবদন্তি লিয়োনেল মেসি (Lionel Messi)। ও অন্যজন আর্লিং হাল্যান্ড (Erling Haaland)। চলতি বছর মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ। ফুটবলের শ্রেষ্ঠ টুর্নামেন্টে মারাদোনার (Diego Maradona) দেশকে করেছেন বিশ্বসেরা। অন্যদিকে নরওয়ের গোলমেশিন হাল্যান্ড। তিনি ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) হয়ে জিতেছেন ক্রিমুকুট। এফএ কাপ, প্রিমিয়র লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এখন প্রশ্ন কে পাবেন  ব্যালন ডি'ওর? উত্তরটা দিয়ে দিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রোনাল্ডো নাজারিয়ো (Ronaldo Nazario)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | Lionel Messi | ARG vs AUS: 'ভিনি-ভিডি-ভিসি', মেসির দ্রুততম গোল, দুরন্ত জয় আর্জেন্টিনার


দু'বারের সোনার বল জয়ী রোনাল্ডো আলবিসেলেস্তে টক-এ বলেছেন, 'মেসি ব্যালন ডি'ওর জেতার দাবিদার। আমার মনে হয়ে ওর হাতে উঠবে এবার। ও বিশ্বকাপ জিতেছে। যেটা খুব বড় টুর্নামেন্ট।'  কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই, একটা কথাই বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করেছিলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন। লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। অন্যদিকে একবার মেসির ক্লাব কেরিয়ারের দিকেও চোখ রাখতে হবে। বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছরের কেরিয়ার শেষ করে ২০২১ সালে মেসিএসেছিলেন প্যারিস সঁ জরমেঁ। কিন্তু স্পেন ছেড়ে ফ্রান্সে আসার অনুভূতি মোটেই সুখকর হয়নি সাতবারের ব্যালন ডি'অর জয়ীর। বর্ণাঢ্য কেরিয়ারে সব পালক মুকুটে জুড়েছে তাঁর। বর্ণাঢ্য কেরিয়ারে সব পালক মুকুটে জুড়েছে তাঁর। মেসি ভাবতেও পারেননি যে, এই ক্লাবে এসে কেরিয়ারে প্রথমবার দু'সপ্তাহের জন্য সাসপেন্ডে হয়ে হয়েছিল। মেসি বিগত দুই বছর পিএসজি-র জার্সিতে জোড়া লিগ ওয়ান জিতেও কোনও দিন দ্য় ফ্রান্সের মানুষের মন জয় করতে পারেননি। বহুবার তাঁকে গ্যালারি থেকে বিদ্রুপ হজম করতে হয়েছে। মেসি সবরকম সুযোগসুবিধাসহ বার্ষিক ৩০৫ কোটি টাকারও বেশি আয় করেছেন পিএসজি থেকে। মেসির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছিল পিএসজি-র। মেসির কাছে সুযোগ ছিল চুক্তি আরও এক বছর বাড়ানোর। তবে তা আর কার্যকর করতে হয়নি। মেসি প্যারিস ছেড়ে চলে যাচ্ছেন মায়ামিতে। খেলবেন ইন্টার মায়ামির হয়ে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)