ওয়েব ডেস্ক: এল ক্লাসিকোয় পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামছে বার্সেলোনা। নু ক্যাম্পে মেসিদের প্রতিপক্ষ বরুসিয়া মনচেংগ্ল্যাডব্যাচ। স্প্যানিশ লা লিগায় সময়টা ভাল যাচ্ছে না ক্যাটালিয়ান্স ক্লাবের। পরপর কয়েকটা ম্যাচে পয়েন্ট নষ্ট করে বেশ চাপে এনরিকে ব্রিগেড। এল ক্লাসিকোয় শেষ মুহূর্তে গোল খাওয়ায় নিজের দলের ফুটবলারদের কাঠগড়ায় তুলেছেন বার্সা কোচ। এই অবস্থায় মঙ্গলবার রাতে জয়ের খোঁজে বার্সেলোনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লা লিগার খেতাবী দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপে সবার ওপরে রয়েছেন মেসি,নেইমাররা। মঙ্গলবার রাতে অবশ্য অন্য কারণে জয় চাইছেন এনরিকে। সাম্প্রতিক সময় পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর একটা জয় দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন সুয়ারেজদের হেড স্যার।


এদিকে, চেলসির ফুটবলার ডেভিড লুইসকে কড়া ট্যাকেল করার জন্য চার ম্যাচ নির্বাসিত হলেন ম্যাঞ্চেষ্টার সিটির তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত চারটে ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার এই তারকাকে। গত শনিবার ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ দলের ফুটবলার লুইজকে ভয়ঙ্কর ট্যাকেল করেন আগুয়েরো। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।


আরও পড়ুন- পার্থিবকে নিয়ে কুম্বলের মন্তব্য ভাইরাল


তবে এফএর সিদ্ধান্তের পর আরও বড় শাস্তি পেলেন আগুয়েরো। চলতি মরশুমে এর আগেও নির্বাসনের জেরে তিনটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে ম্যান সিটির অন্যতম সেরা অস্ত্রকে। শনিবারের ম্যাচে প্রতিপক্ষ দলের ফুটবলার ফ্যাব্রিগাসের সঙ্গে বিতর্কে জড়ানোয় তিন ম্যাচ নির্বাসিত হয়েছেন সিটির ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্ডিনহো। মেগা ম্যাচ চলাকালীন দুদলের ফুটবলাররা বারবার বিতর্কে জড়িয়ে যাওয়ায় শাস্তির মুখে পড়তে হতে পারে চেলসি ও ম্যান সিটিকে।


(দেখুন স্পোর্টস ২৪, রাত সাড়ে দশটায়, শুধুমাত্র ২৪ ঘণ্টা)


আরও পড়ুন- ধোনির অবসর প্রসঙ্গে সচিন কী বললেন শুনেছেন