IND vs PAK , Asia Cup 2022 : রিজওয়ানের লড়াকু ব্যাটে বদলার ম্যাচ জিতল পাকিস্তান

Sabyasachi Bagchi Sun, 04 Sep 2022-11:33 pm,

IND vs PAK , Asia Cup 2022 : রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। আবেশ খান (Avesh Khan) জ্বরে আক্রান্ত। তাঁদের জায়গায় প্রথম একাদশে এলেন দীপক হুডা (Deepak Hooda) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoy)।

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এক রবিবার প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আর এক রবিবার ফিরতি লড়াইয়ে বদলা নিয়ে নিল পাকিস্তান (Pakistan)। বাবর আজম (Babar Azam) ব্যর্থ হলেও, রোহিত শর্মার (Rohit Sharma) বোলারদের বুঝে নিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। তাঁর ৫১ বলে ৭১ রানে সৌজন্যে সুপার ফোরের প্রথম ম্যাচে জিতল পাক বাহিনী। 


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    পাঁচ উইকেটে ১৮২ রান তুলে বদলার ম্যাচে রোহিত শর্মার ভারতকে হারিয়ে দিল পাকিস্তান। 

  • পঞ্চম বলে এল দুই রান। 

  • দুই বলে দরকার দুই রান। 

  • চতুর্থ বলে কামাল করলেন অর্শদীপ। লেগ বিফোর আউট হলেন আসিফ আলি। 

  • তৃতীয় বল ডট 

  • দ্বিতীয় বলে এল চার

  • প্রথম বলে এক রান 

  • পাকিস্তানের জেতার জন্য দরকার ৬ বলে ৭ রান। 

  • ১৯ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তুলে নিল পাক দল। 

  • ১৯তম ওভারে ১৯ রান দিলেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। 

  • ভারতের দরকার আরও ৬ উইকেট। 

  • পাক দলের জেতার জন্য দরকার ১২ বলে ২৬ রান। 

  • ১৮ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তুলে নিল পাক দল। 

  • ক্যাচ ধরতে যাওয়ার সময় বলের লাইনেই ছিলেন না তরুণ পেসার অর্শদীপ। 

  • আসিফ আলির লোপ্পা ক্যাচ ছাড়লেন অর্শদীপ সিং। বিরক্ত রোহিত শর্মা। 

  • মহম্মদ রিজওয়ান ৫১ বলে ৭১ রানে ফিরলেন। মারলেন ৬টি চার ও ২টি ছয়। 

  • ১৪৪ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান। 

  • মহম্মদ রিজওয়ান আউট, খেলা জমিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। 

  • ২০ বলে ৪২ রানে আউট হলেন এই বাঁহাতি ব্যাটার 

  • ভুবির বল গ্যালারিতে ফেলতে গিয়ে দীপক হুডার হাতে ক্যাচ দিলেন নওয়াজ। 

  • ১৫.৩ ওভারে বড় সাফল্য পেল টিম ইন্ডিয়া। 

  • ১৫ ওভারে পাক দলের রান ২ উইকেটে ১৩৫। জেতার জন্য দরকার ৩০ বলে ৪৭। 

  • ১৫তম ওভারে ১৬ দিলেন চাহাল। দাগ কাটতে ব্যর্থ লেগ স্পিনার। 

  • জেতার জন্য দরকার ৬ ওভারে ৬৩ রান। 

  • রিজওয়ান ৪১ বলে ৫৫ ও নওয়াজ ১৫ বলে ৩৩ রানে ক্রিজে রয়েছেন। 

  • ১৪ ওভারে পাক দল ২ উইকেটে ১১৯ রান তুলে নিল। 

  • ব্যাটের পর বলেও প্রভাব ফেলতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া। তিন ওভারে দিলেন ২৫ রান। 

  • রিজওয়ানের অর্ধ শতরানে ১০০ রান তুলে নিল পাক বাহিনী। 

  • পাকিস্তানের জেতার জন্য দরকার ৪৮ বলে ৮৬ রান। 

  • ১২ ওভারের শেষে পাক দল ২ উইকেটে ৯৬ রান তুলেছে। রিজওয়ান ৩৫ বলে ৪৬ ও মহম্মদ নওয়াজ ৯ বলে ২০ রানে ক্রিজে রয়েছেন। 

  • ক্রিজে লড়ছেন মহম্মদ রিজওয়ান। ১১ ওভারে পাকিস্তান ২ উইকেটে ৮৬ রান তুলে নিল। 

  • জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ৮ উইকেট। 

  • পাক দলের জেতার জন্য দরকার ৬০ বলে ১০৬ রান। 

  • ১০ ওভারের শেষে পাকিস্তান ২ উইকেটে ৭৬ রান তুলেছে। 

  • ৬৭ রানে ২ উইকেট হারাল পাক বাহিনী। 

  • ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন যজুবেন্দ্র চাহাল। 

  • বাবরের পর ফকর জামান, স্পিনারদের দাপটে জোড়া সাফল্য পেল টিম ইন্ডিয়া। 

  • ৮ ওভারে পাক দল ৫৭ রান তুলেছে। মাত্র ৬ রান দিলেন রবি বিষ্ণোই

  • ৬ ওভারের শেষে পাকিস্তান ১ উইকেটে ৪৪ রান তুলে নিয়েছে। 

  • আজম আউট, ভারতকে সাফল্য এনে দিলেন রবি বিষ্ণোই। ২২ রানে উইকেট হারাল পাক দল। 

  • তিন ওভারে পাকিস্তান ১৯ রান তুলে নিল। বাবর ১২ ও রিজওয়ান ৭ রানে ক্রিজে রয়েছেন। 

  • দুই ওভারের শেষে পাক দল ১২ রান তুলেছে। অর্শদীপ মাত্র ৩ রান দিলেন। 

  • ভাল শুরু করল পাকিস্তান। প্রথম ওভারের শেষে ৯ রান তুলে নিল পাক বাহিনী। ভুবনশ্বর কুমারকে জোড়া বাউন্ডারি মারলেন রিজওয়ান এবং বাবর আজম।  

  • সাদাব খান ৩১ রানে ২ উইকেট নিলেন। 

  • ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করলেন বিরাট। মারলেন ৪টি চার ও ১টি ছয়। 

  • পাকিস্তানের টার্গেট ১৮২ রান। 

  • রবি বিষ্ণোইয়ের জোড়া চারের সৌজন্যে ৭ উইকেটে ১৮১ রান তুলে নিল ভারত। 

  • শেষ ওভারে দারুণ বোলিং করলেন হ্যারিস রাউফ। নিলেন বিরাটের উইকেট। 

  • ১৯ ওভারের শেষে ভারত ৬ উইকেটে ১৭১ রান তুলে নিল। 

  • আউট হলেন দীপক হুডা। ১৬৮ রানে ৬ উইকেট হারাল ভারত। 

  • ছক্কা মেরে অর্ধ শতরান করলেন বিরাট কোহলি। ৩৬ বলে ৫৩ রান করে ফর্মে ফিরলেন 'কিং কোহলি। মারলেন ৪টি চার ও ১টি ছয়। 

  • হাতে খুলে মারছেন দীপক হুডা। ১৮ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুলে নিল ভারত। 

  • ১৭ ওভারে ভারত ৫ উইকেটে ১৪৮ রান তুলেছে। 

  • ১৬ ওভারের শেষে ভারতের রান ৫ উইকেটে ১৪০। 

  • অহেতুক উইকেট ছুড়ে দলের চাপ বাড়ালেন পন্থ। ১২৬ রানে ৪ উইকেট হারাল ভারত। পন্থ ১৪ রানে ফিরলেন। 

  • রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন বিরাট ও পন্থ। বিরাট ২৩ বলে ৩৩ ও পন্থ ৯ রানে ক্রিজে রয়েছেন। 

  • রানের গতি কমল। ১২ ওভারের শেষে ৩ উইকেটে ভারত ১০৫ রান তুলেছে। ক্রিজে রয়েছেন বিরাট ও ঋষভ পন্থ। 

  • ১১ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ১০১ রান। 

  • ১০ ওভারের শেষে ৯৩ রানে ৩ উইকেট তুলে নিল টিম ইন্ডিয়া। 

  • ফের ধাক্কা। নওয়াজের বলে আউট হলেন সূর্য। ১৩ রানে আউট হলেন তিনি। 

  • নয় ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৮ রান। সূর্য কুমার যাদব ১২ ও বিরাট কোহলি ১৫ রানে ক্রিজে রয়েছেন। 

  • আট ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে নিল টিম ইন্ডিয়া। সূর্য কুমার যাদব ১০ ও বিরাট কোহলি ৮ রানে ক্রিজে রয়েছেন। 

  • সপ্তম ওভারের প্রথম বলেই ফের ধাক্কা খেল টিম ইন্ডিয়া। এ বার শাদাব খানের বলে আউট হলেন কেএল রাহুল। রাহুল ফিরলেন ২০ বলে ২৮ রান করে। ৬২ রান ২ উইকেট হারাল ভারতীয় দল। 

  • ছয় ওভারের শেষে ভারতের স্কোরবোর্ডে ১ উইকেটে ৬২ রান উঠল। 

  • প্রথম বলেই রোহিতকে ফেরালেন হ্যারিস রাউফ। ৫৪ রানে ১ উইকেট হারাল ভারত। ১৬ বলে ২৮ রানে ফিরলেন 'হিটম্যান'। 

  • ৫ ওভারে ভারতের রান ৫৪। 

  • ৪.২ ওভারে ৫০ রান তুলে নিল ভারত। দুই দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে এটাই দ্রুততম অর্ধ শতরান। 

  • ৪, ৬, ১, ১, ০,০। হ্যারিস শাহের প্রথম ওভারে ১২ রান নিল টিম ইন্ডিয়া। ৪ ওভারের শেষে ভারতের রান ৪৬। রোহিত ১৪ বলে ২৭ ও রাহুল ১০ বলে ১৯ রানে মারমুখী মেজাজে ব্যাট করছেন। 

  • তিন ওভারের ভারতের স্কোরবোর্ডে ৩৪ রান। রোহিত ৯ বলে ১৬ ও রাহুল ৯ বলে ১৮ রানে মহড়া নিচ্ছেন। 

  • দুই ওভারের শেষে ভারতের রান ২০। রোহিত ৭ বলে ১৫ ও রাহুল ৫ বলে ৫ রানে ক্রিজে রয়েছেন। 

  • ক্রিজে ভারতের দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। প্রথম ওভারের শেষে ভারতের রান ১১ রান। নাসিম শাহের বলে একটি চার ও একটি ছক্কা মারলেন 'হিটম্যান'। 

  • টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন বাবর আজম (Babar Azam)। চলতি এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে টসে জিতেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতকে দেখে এ বার সেই সিদ্ধান্তই নিলেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক। গত রুদ্ধশ্বাস ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটের দাপটে ৫ উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া (Team India)। সুপার ফোরের লড়াইয়েও রোহিত শর্মার দল জয়ের মুখ দেখে কিনা সেটা সময় বলবে। 

  • রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। আবেশ খান (Avesh Khan) জ্বরে আক্রান্ত। তাঁদের জায়গায় প্রথম একাদশে এলেন দীপক হুডা (Deepak Hooda) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoy)। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দেখা গিয়েছিল। তবে এ বারের মহারণে ঋষভ পন্থকে (Rishabh Pant) সুযোগ দেওয়া হল। অন্যদিকে শাহনাওয়াজ দাহানির (Shahnawaz Dahani) জায়গায় মহম্মদ হাসনাইন (Mohammad Hasnain)। 



আরও পড়ুন: Suryakumar Yadav, IND vs PAK: ফিরতি পাক মহারণের আগে একেবারে আগুনে মেজাজে 'স্কাই'


আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2022 : পাক বোলিংকে পরোক্ষভাবে 'S***' বলে শিরোনামে রাহুল দ্রাবিড়


  • এ বারও টসে জিতলে যে ব্যাট করতেন সেটা জানাতে ভুললেন না রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, 'টসে জিতলে আমিও বল করার সিদ্ধান্তই নিতাম। তবে এখন আমরা খোলা মনে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তোলার চেষ্টা করব।' 

  • অন্যদিকে বাবর বলেন, 'ডিউ ফ্যাক্টর এই ম্যাচে বড় ভূমিকা নেবে। তাই আমরা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া ভারতকে চাপে রাখার জন্যও আমরা শুরুতে বল করছি।' এরপর তিনি আরও যোগ করেন, 'গত ম্যাচে হার আমাদের অনেক শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা নিয়ে এ বার দল ঘুরে দাঁড়াবে।'  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


 


 


 

Latest Updates

    ZEENEWS TRENDING STORIES

    By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link