IPL Auction 2023 Live Updates: কেন উইলিয়ামসন গুজরাতে, ১৩.৫ কোটিতে ব্রুক হায়দরাবাদে!
আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি একেবারে প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)। এবার দল গুছিয়ে নিতে প্রস্তুত ১০ ফ্র্যাঞ্চাইজি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি একেবারে প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)। এবার দল গুছিয়ে নিতে প্রস্তুত ১০ ফ্র্যাঞ্চাইজি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Latest Updates
হায়দরাবাদে গেলেন ময়াঙ্ক আগরওয়াল
৮ কোটি ২৫ লক্ষ টাকায় নিজামের শহরে পঞ্জাবের 'ঘরের ছেলে'
নিলাম মঞ্চ একেবারে প্রস্তুত। কোচির গ্র্যান্ড হায়াত হোটেলে নিজেদের আসনে বসে গিয়েছেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। আইপিএল ২০২৩-এ আল্লাহ মহম্মদ ঘজনফর সবচেয়ে কম বয়সি ক্রিকেটার হতে চলেছেন। ১৫ বছরের আফগাান স্পিনারের দিকে সকলের চোখ। নিলামে কিন্তু রয়েছে অমিত মিশ্রের নামও। ৪০ বছরের স্পিনারের নাম আইপিএল ইতিহাসে জুড়ে গিয়েছে। একমাত্র বোলার যাঁর তিনটি হ্যাটট্রিক রয়েছে। খেলেছেন তিনটি ভিন্ন দলের হয়ে।