নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে করোনাভাইরাসের প্রভাব। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সময় যত এগোচ্ছে, ততই লাগাম ছাড়া হয়ে উঠছে করোনাভাইরাস। দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে।  ধরেই নেওয়া হচ্ছে লকডাউন আরও বাড়াবে কেন্দ্রীয় সরকার। থমকে গিয়েছে সব খেলাধুলাও। করোনাভাইরাসের প্রভাবে স্তব্ধ ময়দান। গৃহবন্দি হয়েই দিন কাটাচ্ছেন সবাই। অফুরন্ত অবসর। আর এই লকডাউনে অবসর সময়ে PUBG খেলেই দিন কাটাচ্ছেন স্টিমাচের দলের ফুটবলাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বল পায়ে নয়! জবি জাস্টিন, মনবীর সিংরা এখন ব্যস্ত PUBG-তে। অফুরন্ত সময় কাটাতে অনলাইন মোবাইল গেম PUBG এখন ভরসা রিনো অ্যান্টো, জবি জাস্টিনদের। ফুটবল মাঠের পাশাপাশি মোবাইল হাতে PUBG-তেও দাপট দেখাচ্ছেন মনবীর সিং, জবি জাস্টিনরা।



PUBG-তে এখন ডায়মন্ড স্টেজে রয়েছে মনবীর সিং। প্লাটিনাম স্টেজে রয়েছে জবি জাস্টিন। চেন্নাই সিটি এফসি তে খেলা স্প্যানিশ ফুটবলার রবার্তো এস্লাভাও অবসর সময় কাটাচ্ছেন পাবজিতে। ভরা ফুটবল মরশুমে সব সময় PUBG খেলার সুযোগ পান না মনবীর -জবিরা। তাই লকডাউনে অঢেল অবসরে পাবজি খেলেই সময় কাটাচ্ছেন তারকা ফুটবলাররা।


 


আরও পড়ুন - বাড়বে লকডাউন! বাতিল হওয়ার পথে এবারের আই লিগ