নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) অভিষেককারী ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants, LSG) ক্রিকেটে মোহিত গ্রেম স্মিথ (Graeme Smith)। প্রাক্তন প্রোটিয়া ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটার ভূয়সী প্রশংসা করলেন কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন দলের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর স্মিথ বলছেন, "কাগজে-কলমে দেখলে প্রতিবার মনে হবে লখনউকে লড়তে হবে। কিন্তু ওরাই প্রকৃতপক্ষে দল হিসাবে খেলছে। ওদের বোলিং আক্রমণও অসাধারণ নয় কিন্তু কাজটা করে দিচ্ছে বোলাররা। পার্টনারশিপেও দারুণ কার্যকরী হয়ে উঠছে লখনউ। টুর্নামেন্টে দেখার মতো টিম লখনউ। ওদের আত্মবিশ্বাস ওপরের দিকে। পুরনো আইপিএল দলগুলিকে ওরা বেগ দিচ্ছে।"


লখনউ চলতি মরশুমে প্রথম ম্যাচে অপর অভিষেককারী দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কাছে হেরেছিল। কিন্তু এরপর ব্যাক-টু-ব্যাক তিন ম্যাচে জয় পেয়েছে রাহুল অ্যান্ড কোং। লখনউ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের 'সেকেন্ড বয়' এখন। ৪ ম্যাচে রাহুলদের সংগ্রহে ৬ পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট নিয়ে কেকেআর পয়েন্ট টেবিলের শীর্ষে। নেট রানরেটে এগিয়ে আছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।


আরও পড়ুন: Hardik Pandya, PBKS vs GT, IPL 2022: আগুনে ওপেনিং স্পেল পাণ্ডিয়ার! টুইটারে প্রশংসার ঝড়
আরও পড়ুন
IPL 2022: Team India-র কোন 'ব্যর্থ তারকা'কে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চাইছেন Ravi Shastri? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)