Dwayne Bravo, IPL 2022: মালিঙ্গার নাম মুছে আইপিএল ইতিহাস লেখার অপেক্ষায় `ডিজে ব্র্যাভো`
ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ইতিহাস লেখার অপেক্ষায়।
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ডোয়েন ব্র্যাভোর (Dwayne Bravo) দরকার আর একটি মাত্র উইকেট! তাহলেই 'ডিজে ব্র্যাভো'র নাম আইপিএল ইতিহাসে সোনালি হরফে লেখা হয়ে যাবে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে। ব্র্যাভো এবং শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) যুগ্মভাবে এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক। দুয়ের ঝুলিতে রয়েছে ১৭০টি করে উইকেট। ব্র্যাভো ১৫২ ইনিংসে ১৭০ উইকেট নিয়েছেন। সমসংখ্যক উইকেট নিতে 'টোক্রাশার' মালিঙ্গার লেগেছিল ১২২টি ম্যাচ।
বৃহস্পতিবার অর্থাৎ আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে যদি ব্র্য়াভো খেলেন তাহলে ইতিহাস লিখতে পারেন তিনি। গত ম্যাচে কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ৪ ওভার বল করে তিন উইকেট তুলে নিয়ে মালিঙ্গাকে স্পর্শ করেছিলেন। এবার মালিঙ্গাকে ছাপিয়ে নতুন ইতিহাস লেখার অপেক্ষা তাঁর।
মালিঙ্গা ও ব্র্যাভো মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) সতীর্থ ছিলেন। ২০১১ সালে চেন্নাইয়ের জার্সি গায়ে চাপানোর আগে দুই মরশুম মুম্বইতে খেলেছেন ব্র্যাভো। মালিঙ্গা ২০০৯-২০১৯ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলে ১২২ ম্যাচে ১৭০ উইকেট নেন। তাঁর গড় ছিল ১৯.৭৯। ব্র্যাভোর ১৭০ উইকেট এসেছে চব্বিশের গড়ে। ব্র্যাভোর তুলনায় মালিঙ্গা (৭.১৪) অনেক বেশি ইকনমিকাল বোলার। দেখতে গেলে ব্র্য়াভো অনেক বেশি দামি (৮.৩৩)।
ব্র্য়াভো ২০১৩ সালে ছিলেন আগুনে ফর্মে। এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন। ব্র্যাভো নেন ৩২টি উইকেট। ২০১৫ সালে নেন ২৬টি উইকেট। এই দুই মরশুমেই ব্র্যাভোর মাথায় ওঠে পার্পল ক্য়াপ। ব্র্যাভো ও ভুবনেশ্বর কুমারই আইপিএলে দু'বার মাথায় বেগুনি টুপি মাথায় চাপিয়েছেন। টি-২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ব্র্যাভোই। ৫২৩ ম্যাচে ৫৭৪ উইকেট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলের মাঝ পথেই অবসর ঘোষণা করতে পারেন এই কিংবদন্তি!
আরও পড়ুন: Ishan Porel: ক্ষমা চেয়ে চিঠি ঈশানের! আইনি লড়াইয়ে যাচ্ছেন না ডাক্তার